বাংলা নিউজ > ঘরে বাইরে > Murder: প্রেমিককে সঙ্গে নিয়ে বোনকে খুন করে বাক্সে ভরল ১৩ বছরের দিদি, অবাক করা কারণ

Murder: প্রেমিককে সঙ্গে নিয়ে বোনকে খুন করে বাক্সে ভরল ১৩ বছরের দিদি, অবাক করা কারণ

ছোট বোনকে খুনের অভিযোগ। প্রতীকী ছবি

প্রেমিককে সঙ্গে নিয়ে ছোট্ট বোনকে খুন করার অভিযোগ দিদির বিরুদ্ধে। নৃশংসতম ঘটনা। 

১৩ বছর বয়সি এক কিশোরী। বাড়ি বিহারের বৈশালী জেলায়। অভিযোগ বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে সে তার বোনকেই খুন করে ফেলেছে। হাড়হিম করা বললেও বোধ হয় এই ঘটনাকে কম বলা হয়।

এই ঘটনায় মঙ্গলবার দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে ঘটনার পরে ওই দুজনে বোনের দেহকে একটা বাক্সে পুরে ফেলেছিল। সেটা ওই কিশোরী তার নিজের বাড়িতেই রেখে দিয়েছিল বলে খবর। বোনের বয়স মাত্র ৯ বছর।

তবে এখানেই শেষ নয়, ওই দেহে পচন ধরে গন্ধ বের হতেই দুজনে মিলে দেহটি আরও কয়েক টুকরো করে ফেলে। এরপর সেটা অ্য়াসিড দিয়ে পুড়িয়ে বাড়ির উঠোনের পেছনে ফেলে দেয়।

সূত্রের খবর, ওই মেয়েটির বাবা দিনমজুর। তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তবে তদন্তে নেমে পুলিশের কাছে অবাক করা কিছু তথ্য এসেছে। কিন্তু কীভাবে ওই কিশোরী তার বোনকে এভাবে খুন করতে পারল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, কয়েকজন গ্রামবাসী দেহটি দেখে ফেলে। তারাই পুলিশে খবর দেন। এরপর পুলিশ গ্রামে ডগ স্কোয়াড নিয়ে যায়। ফরেনসিক পরীক্ষা করা হয়। এরপর বোঝা যায় এটি এক নাবালিকার দেহ। এরপর খোঁজ নেওয়া হয় গ্রামে কেউ নিখোঁজ রয়েছে কি না। তখনই জানতে পারা যায় ওই কিশোরীর কথা। ১৬ মে থেকে সে নিখোঁজ। ১৯ মে তার দেহ পাওয়া যায়। এরপর দেহটির ময়নাতদন্ত করা হয়।

কিন্তু খুন করল কে? এরপর পুলিশ তদন্তে নেমে একাধিক তথ্য পায়। যার ভিত্তিতে পুলিশ ওই মৃত কিশোরীর দিদি ও তার প্রেমিককে গ্রেফতার করে। কিন্তু কেন এভাবে তাকে খুন করা হল?

একসময় জেরায় ভেঙে পড়ে ১৩ বছরের দিদি জানায় প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলেছিল বোন। এরপর তাকে খুনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে ফুটফুটে বোনকে খুন করা হয়েছিল বলে অভিযোগ।

 

বন্ধ করুন