বাংলা নিউজ > ঘরে বাইরে > শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলা, মৃত ২, আহত ১২, বিস্তারিত তথ্য তলব মোদীর

শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলা, মৃত ২, আহত ১২, বিস্তারিত তথ্য তলব মোদীর

শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলায় মৃত্যু ২ আধিকারিকের, আহত ১২ জন (ছবি সৌজন্য এএনআই)

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলায় আহত হলেন কমপক্ষে ১৪ জন।

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলায় মৃত্যু হল দুই আধিকারিকের। আহত হয়েছেন ১২ জন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। সেই ঘটনায় বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার সন্ধ্যায় কাশ্মীর জোন পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, শ্রীনগরের পান্থা চক এলাকার জিওয়ানের কাছে পুলিশের গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ১৪ জন আধিকারিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা। পরে পুলিশের তরফে জানানো হয়, আহতদের মধ্যে দু'জন মারা গিয়েছেন। একজন অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। অপরজন কর্মরত ছিলেন সিলেকশন গ্রেড কনস্টেবল হিসেবে।

সেই ঘটনায় বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইটারে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলায় শহিদ নিরাপত্তা আধিকারিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।’ হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি বলেন, 'শ্রীনগরে পুলিশের বাসে কাপুরুষোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। সাহসী এবং শহিদ পুলিশ আধিকারিকদের শ্রদ্ধা জানাচ্ছি। দোষীদের শাস্তি দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সেরা চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছি। তাঁদের দ্রুত আরোগ্য কামরা করছি। সন্ত্রাসবাদকে নির্মূল করতে আমাদের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।'

বন্ধ করুন