বাংলা নিউজ > ঘরে বাইরে > Jallikattu in Tamilnadu: জাল্লিকাট্টু দেখতে গিয়ে ষাঁড়ের আঘাতে মৃত্যু বালকের, মর্মান্তিক ঘটনা তামিলনাডুতে

Jallikattu in Tamilnadu: জাল্লিকাট্টু দেখতে গিয়ে ষাঁড়ের আঘাতে মৃত্যু বালকের, মর্মান্তিক ঘটনা তামিলনাডুতে

জাল্লিকাট্টু দেখতে গিয়ে মৃত্যু বালকের। প্রতীকী ছবি

ওই বালক পরিবারের সদস্যদের সঙ্গে জাল্লিকাট্টু দেখতে গিয়েছিল। সেই সময় একটি ষাঁড় তেড়ে এসে শিং দিয়ে তার পেটে আঘাত করে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে বাঁচানো সম্ভব হয়নি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু উৎসব শুরু হয়েছে তামিলনাড়ুতে। তা দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার দর্শক। প্রতিবছর জাল্লিকাট্টু উৎসবে ষাঁড়ে–মানুষের লড়াইয়ে হতাহতের খবর প্রায়ই শোনা যায়। এ বছরও জাল্লিকাট্টু উৎসবে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩ জনের। পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। সেই উৎসব চলাকালীন আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল তামিলনাড়ুতে। জাল্লিকাট্টু দেখতে গিয়ে মৃত্যু হল ১৪ বছরের এক বালকের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ধর্মপুরীতে। মৃত বালকের নাম গোকুল।

জানা গিয়েছে, ওই বালক পরিবারের সদস্যদের সঙ্গে জাল্লিকাট্টু দেখতে গিয়েছিল। সেই সময় একটি ষাঁড় তেড়ে এসে শিং দিয়ে তার পেটে আঘাত করে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে বাঁচানো সম্ভব হয়নি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে ওই বালকের পরিবারে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এদিনের ঘটনার ফলে এবারের জাল্লিকাট্টু উৎসবে মৃতের সংখ্যা বের হল চারজন।

জানুয়ারির মাঝামাঝি সময়ে পোঙ্গল ফসল কাটার সময় জাল্লিকাট্টু খেলা হয়। এভাবেই গবাদি পশুর পুজো করা হয়। যদিও জাল্লিকাট্টু একটি বিপজ্জনক খেলা। এই খেলায় একটি ষাঁড়কে ভিড়ের মাঝে ছেড়ে দেওয়া হয়। জাল্লিকাট্টু খেলায় খেলোয়াড়দের মুক্ত ষাঁড়কে নিয়ন্ত্রণ করতে হয়। জাল্লিকাট্টু ইরু, থাঝুভুথাল এবং মানাকুভিরাত্তু নামেও পরিচিত। এই খেলার বিজয়ীদেরকে সাইকেল, বাইক, জামাকাপড়, গয়না এবং টাকা দেওয়া হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন