বাংলা নিউজ > ঘরে বাইরে > Bleeding Eye: আতঙ্কের নাম ‘ব্লিডিং আই’! আফ্রিকার ১৭ দেশে ছড়িয়েছে প্রাণঘাতী ভাইরাস, রুয়ান্ডায় মৃত্যু ১৫ জনের

Bleeding Eye: আতঙ্কের নাম ‘ব্লিডিং আই’! আফ্রিকার ১৭ দেশে ছড়িয়েছে প্রাণঘাতী ভাইরাস, রুয়ান্ডায় মৃত্যু ১৫ জনের

মারবার্গ ভাইরাস নিয়ে বিশ্ববাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছে হু।

ভাইরাস হানার পঞ্চম দিন থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। রোগীর রক্তবমি হতে পারে। তাঁর মলের মাধ্যমে রক্ত বের হতে পারে। সেইসঙ্গে, রোগীর চোখ, নাক, কান, মুখ, মাড়ি এবং মহিলাদের যোনি থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে।

মারণ করোনা ভাইরাসের প্রকোপ আজও ভোলেনি বিশ্ব। এরই মধ্যে আতঙ্কের সেই স্মৃতি ফেরাতে শুরু করে দিয়েছে মারবার্গ ভাইরাস। যাকে 'ব্লিডিং আই' (রক্তাক্ত চক্ষু) ভাইরাসও বলা হচ্ছে।

তথ্য বলছে, ইতিমধ্যেই এই ভাইরাসের কবলে পড়ে অন্তত ১৫ জনের প্রাণ গিয়েছে। মৃতরা সকলেই রুয়ান্ডার বাসিন্দা ছিলেন। সেদেশের আরও কয়েকশো মানুষ এই ভাইরাসে এখনও আক্রান্ত হয়ে রয়েছেন!

চিন্তার বিষয় আরও আছে। শোনা যাচ্ছে, গত দু'মাসের মধ্যেই এই ভাইরাস আফ্রিকার ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে নড়েচড়ে আন্তর্জাতিক মহল। ব্রিটেনে স্বাস্থ্য দফতরের তরফ থেকে বিশেষ অ্যাডাইজরি ইস্যু করা হয়েছে। তাতে ব্রিটেনবাসীকে আফ্রিকার বিভিন্ন দেশ - রুয়ান্ডা, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, গ্যাবন, কেনিয়া, উগান্ডার পাশাপাশি দক্ষিণ আমেরিকার একাধিক রাষ্ট্র - বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, কিউবা, ডমিনিকান রিপাবলিক, একুয়েডর, গুয়েনা, পানামা এবং পেরুতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

কী এই 'ব্লিডিং আই'?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মারবার্গ ভাইরাসের প্রভাবে রক্ষরণজিত জ্বর হয়। যার ফলে মানবদেহের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকী, আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে।

রুসেটাস এজিপসাকাস (Rousettus aegyptiacus) নামে এক বিশেষ প্রজাতির বাদুড়, যা টেরোপডিডাই বা টেরোপডিডি (Pteropodidae) শ্রেণির অন্তর্ভুক্ত, তারাই হল এই মারণ মারবার্গ ভাইরাসের প্রকৃত বাহক।

উপসর্গ:

হু-এর তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেই অনুসারে, কেউ যদি এই ভাইরাসের কবলে পড়েন, তাহলে দুই থেকে ২১ দিন পর্যন্ত তার প্রভাব শরীরে থাকতে পারে।

মারবার্গ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর (হাই ফিভার), তীব্র মাথাব্যথা এবং শরীরে অস্থিরতা দেখা দিতে পারে। এছাড়াও, শরীরের নানা অংশে এবং মাংসপেশীতে ব্যথা হতে পারে। সেইসঙ্গে, ডায়ারিয়া, পেট ব্যথা, পেট খামচে ধরার মতো অনুভূতি ও বমি-বমি ভাব হতে পারে। সাধারণত, ভাইরাসে আক্রান্ত হওয়ার তিনদিনের মাথায় এই উপসর্গগুলি একে একে সামনে আসতে শুরু করে।

ভাইরাস হানার পঞ্চম দিন থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। রোগীর রক্তবমি হতে পারে। তাঁর মলের মাধ্যমে রক্ত বের হতে পারে। সেইসঙ্গে, রোগীর চোখ, নাক, কান, মুখ, মাড়ি এবং মহিলাদের যোনি থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে।

পুরুষদের ক্ষেত্রে একটি বা দু'টি অণ্ডকোষেই প্রদাহ শুরু হতে পারে। তবে, সেটা ভাইরাস প্রকোপে পড়ার অনেকটা পর শুরু হয়। এবং সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্যও নয়।

যদি ভাইরাসের প্রকোপ মারাত্মক হয়, তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং সেটা ঘটে ভাইরাসের আক্রমণ হওয়ার পর অষ্টম কিংবা নবম দিনের মাথায়। রোগীর শরীর থেকে রক্তক্ষরণের মাত্রা যদি অত্যন্ত বেশি হয় এবং রোগী যদি তার জেরে 'শক'-এ চলে যান, তাহলে অপমৃত্যুর আশঙ্কা বাড়ে বলে দাবি হু কর্তৃপক্ষের।

সংক্রমণ:

আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস এক শরীর থেকে অন্য শরীরে ছড়াতে পারে। রোগীর রক্ত, দেহরস থেকে সংক্রমণ ঘটতে পারে। তাই, রোগীর ব্যবহৃত কোনও জিনিস অন্য কারও ব্যবহার করা চলবে না।

এই কারণেই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই ভাইরাস দ্বারা সবথেকে বেশি আক্রান্ত হন। কারণ, তাঁরা অন্য রোগীদের চিকিৎসা ও সেবা করেন। এছাড়া, যাঁরা এই ভাইরাসে মৃত ব্যক্তিদের শেষকৃত্য করেন, তাঁরাও একইভাবে আক্রান্ত হতে পারেন।

চিকিৎসা:

হু-এর দাবি এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি। এর জন্য নির্দিষ্ট করে কোনও অ্যান্টি-ভাইরাল চিকিৎসাও হয় না।

কিন্তু, ভাইরাসের কবলে পড়ার পরই যদি অন্যান্য সহযোগী চিকিৎসা শুরু করা হয়, তাহলে রোগী সেরে ওঠেন।

পরবর্তী খবর

Latest News

আবার দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার, এপারে ভুয়ো পরিচয় দিয়ে থাকছিল দত্তপুকুরে আগামিকাল পৌষ পূর্ণিমায় করুন নীল ফুল দিয়ে এই কাজ, দূর হবে আর্থিক সংকট WPL 2025 নিয়ে BCCI-এর বড় সিদ্ধান্ত! টুর্নামেন্টের আসর বসবে দেশের চারটি শহরে ঝুলন্ত দেহ উদ্ধার ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্যের! মিলেছে সুইসাইড নোট: পুলিশ 'সবাই অধীর আগ্রহে!' সোনমার্গে টানেল উদ্বোধনে যাবেন মোদী, কী বললেন CM? টলিপাড়ার দুই অভিনেতাকে পাশে নিয়ে জমিয়ে ভাংড়া নাচলেন সোনাজয়ী নভদীপ সিং কচুবেড়িয়ার পুলিশ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, গঙ্গাসাগর মেলা চলাকালীন তাল কাটল কাঁটাতারে বেজায় আপত্তি বাংলাদেশের, ভারতের অবস্থান বুঝিয়ে দিলেন হাইকমিশনার ‘তোমার ওজন কত?’ জিগ্গেস করেছিলে সলমন, Bigg Bossএ এলে মেয়ে রাশার সামনেই সরব রবিনা ৯৬ কেজি থেকে ৫২ কেজি! কীভাবে ৪৫ কেজি ওজন ঝরালেন সারা আলি খান? রইল টিপস

IPL 2025 News in Bangla

IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা পিছিয়ে গেল PSL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে ৩৯১ রান! যশস্বীর প্রশংসায় অজি ওপেনার! কুর্নিশ ভনেরও… হার্দিক-রাহুল নন! চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি বুমরাহ! দল ঘোষণা চলতি মাসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.