বিগ পাঁচ বছরে ছোট শহরগুলিতে অনলাইন গেমিংয়ে টাকা ঢালার হার ১৬ গুণ বেড়েছে বলে দাবি করা হল রিপোর্টে। এই নিয়ে সম্প্রতি ভিসা একটি শ্বেতপত্র প্রকাশ করে। তাতেই এই পরিসংখ্যান উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, দেশের ছোট শহরগুলিতে ডিজিটাল সার্ভিসে খরচের হার ক্রমেই বাড়ছে। এর মধ্যে অনলাইন গেমে টাকা ঢালার হার বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। এদিকে ছোট শহরগুলিতে ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে ডিজিটাল কন্টেন্টের জন্যে খরচের হার বেড়েছে ৯ গুণ। (আরও পড়ুন: মন্দিরে ছোট্ট ছেলের সামনে বাবা অমিত শাহের 'বকুনি' শুনলেন জয়! ভাইরাল ভিডিয়ো)
আরও পড়ুন: '৯০ ঘণ্টা কাজ' বিতর্কে এবার আমূল গার্লের খোঁচা লারসেন অ্যান্ড টুব্রোর CEO-কে!
আরও পড়ুন: আগে মিলেছিল ৪.৫ কোটি, ৬০০০ কোটি টাকার সেই জালিয়াতি মামলায় এবার বেহালা-হাওড়ায় ED
রিপোর্টে দাবি করা হয়েছে, একটি মাত্র কার্ড ব্যবহার করে বছরে ২ লাখ টাকার বেশি খরচ করার হার ছোট শহরে বেড়েছে ৪ গুণ। আর ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বড় শহরগুলিতে এই হার বেড়েছে মাত্র ১.৪ গুণ। সব মিলিয়ে সিপ্লাস শ্রেণির শহরগুলিতে কার্ডের ব্যবহার বেড়েছে ১৭৫ শতাংশ। এদিকে ভারতের ভিডিয়ো গেমিং মার্কেট ২০২৫ সালে ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে যাবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। প্রতিবেদনে আরও পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০২৮ সাল আসতে আসতে ভারতে ভিডিয়ো গেমিং মার্কেট ১.৪ বিলিয়ন ডলারের হয়ে যেতে পারে। নিকো পার্টনারসের 'ইন্ডিয়া মার্কেট মডেল রিপোর্ট' অনুযায়ী, বছরে ১১.১ শতাংশ হারে এই মার্কেট বৃদ্ধি পেতে পারে দেশে। (আরও পড়ুন: ইলন মাস্কের SpaceX-এর রকেটে চেপে মহাকাশে ৩ ভারতীয় স্টার্টআপের স্যাটেলাইট)
আরও পড়ুন: ১০ বছর পলাতক, FBI ১০ মোস্ট ওয়ান্টেড তালিকায় এই ভারতীয়, মাথার দামে মুখ হবে হাঁ
আরও পড়ুন: সম্পন্ন দুই স্যাটেলাইটের ডকিং, হাল না ছেড়ে মহাকাশে বড় সাফল্য ইসরোর
এর আগে ২০২৩ সালে অনলাইন গেমিংয়ের ওপরে ২৮ শতাংশ জিএসটি বসানো হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে 'প্রাইজমানি'র পরিমাণ কমতে চলেছে বলে আশঙ্কা করা হয়েছিল। পুরো এন্ট্রি ফি-র ওপর ট্যাক্স বসায় সংস্থাগুলির প্ল্যাটফর্ম ফি বাবদ আয়ে সেই অর্থে প্রভাব পড়েনি। তবে এর জেরে ছোট প্রাইজ পুলের আকার সঙ্কুচিত হবে বলে আশঙ্কা করেছিলেন মার্কেট বিশেষজ্ঞরা। এর জেরে ধীরে ধীরে খেলোয়াড়ের সংখ্যাও কমতে পারে বলে মনে করা হয়েছিল। তবে দেখা যাচ্ছে, ছোট শহরগুলিতে অনলাইন গেমিং আরও ছড়িয়ে পড়ছে। উল্লেখ্য, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে অনলাইন গেমিংয়ের সংস্থাগুলির আয় বেড়েছে ৩৭ শতাংশ। এদিকে ২০২২ সালে এই অনলাইন গেমিং ব্যবসায় সংস্থাগুলির মোট আয়ের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়।