বাংলা নিউজ > ঘরে বাইরে > 'নকল' Gucci ব্যাগ চুরি করতে ছুরি হামলা, লন্ডনে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

'নকল' Gucci ব্যাগ চুরি করতে ছুরি হামলা, লন্ডনে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

প্রতীকী ছবি : ইনস্টাগ্রাম  (Instagram )

অস্মিতের নকল গুচি ব্যাগ ১-২ হাজার টাকারও হবে না। কিন্তু আসল-নকলের পার্থক্য বুঝতে পারেনি ছিনতাইকারী।

বুধবার রাতে পশ্চিম লন্ডনের রাস্তায় দুষ্কৃতীর ছুরির আঘাতে মৃত্যু হল এক কিশোরের। ভারতীয় বংশোদ্ভূত ওই ১৬ বছরের কিশোরের নাম অস্মিত সিং। বৃহস্পতিবার স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা হত্যার তদন্ত শুরু করেছেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার রাতে সাউথহলের রেলেগ রোডে দুষ্কৃতীদের হাতে এক কিশোরের আহত হওয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এবং লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস (এলএএস)-এর প্যারামেডিকরা উপস্থিত হন।

'জরুরি পরিষেবার প্রচেষ্টা সত্ত্বেও, কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। তাঁর নিকটাত্মীয়দের জানানো হয়েছে।' জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। 'স্পেশালিস্ট ক্রাইম থেকে হোমিসাইড ডিটেকটিভদের জানানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় হয়নি। তদন্ত চলছে,' জানিয়েছেন পুলিশকর্মীরা।

সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা যাচ্ছে পুলিশকর্মী ও প্যারামেডিকরা একটি বাগানের সামনের রাস্তায় আহত কিশোরের প্রাণরক্ষার মরিয়া চেষ্টা করছেন৷ আক্রান্ত হওয়ার সময়ে অস্মিতের কাঁধে একটি নকল 'গুচি'(Gucci) ব্যাগ ছিল। অস্মিতের বন্ধুদের বক্তব্য, সম্ভবত সেই নকল গুচি ব্যাগ ছিনতাই করতেই তাকে আক্রমণ করা হয়েছিল। অস্মিত সবসময়েই সেই ব্যাগ কাঁধে ঘুরত। আসল গুচি ব্যাগের দাম ১-২ লক্ষ টাকার রেঞ্জের হয়। কিন্তু অস্মিতের নকল গুচি ব্যাগ ১-২ হাজার টাকারও হবে না। কিন্তু আসল-নকলের পার্থক্য বুঝতে পারেনি ছিনতাইকারী।

'জরুরি পরিষেবার প্রচেষ্টা সত্ত্বেও, কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। তাঁর নিকটাত্মীয়দের জানানো হয়েছে।' জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। 'স্পেশালিস্ট ক্রাইম থেকে হোমিসাইড ডিটেকটিভদের জানানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় হয়নি। তদন্ত চলছে,' জানিয়েছেন পুলিশকর্মীরা।

সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা যাচ্ছে পুলিশকর্মী ও প্যারামেডিকরা একটি বাগানের সামনের রাস্তায় আহত কিশোরের প্রাণরক্ষার মরিয়া চেষ্টা করছেন৷ আক্রান্ত হওয়ার সময়ে অস্মিতের কাঁধে একটি নকল 'গুচি'(Gucci) ব্যাগ ছিল। অস্মিতের বন্ধুদের বক্তব্য, সম্ভবত সেই নকল গুচি ব্যাগ ছিনতাই করতেই তাকে আক্রমণ করা হয়েছিল। অস্মিত সবসময়েই সেই ব্যাগ কাঁধে ঘুরত। আসল গুচি ব্যাগের দাম ১-২ লক্ষ টাকার রেঞ্জের হয়। কিন্তু অস্মিতের নকল গুচি ব্যাগ ১-২ হাজার টাকারও হবে না। কিন্তু আসল-নকলের পার্থক্য বুঝতে পারেনি ছিনতাইকারী।

বন্ধ করুন