বাংলা নিউজ > ঘরে বাইরে > Himant Biswa Sarma: ‘মিঞাদের’ নিয়ে মন্তব্য, হিমন্তর বিরুদ্ধে থানায় অভিযোগ ১৮টি বিরোধী দলের

Himant Biswa Sarma: ‘মিঞাদের’ নিয়ে মন্তব্য, হিমন্তর বিরুদ্ধে থানায় অভিযোগ ১৮টি বিরোধী দলের

‘মিঞাদের’ নিয়ে মন্তব্য, হিমন্তর বিরুদ্ধে থানায় অভিযোগ ১৮টি বিরোধী দলের (HT_PRINT)

অসম কংগ্রেসের প্রধান ভূপেন বরাহ বলেন, ‘অসমের ১৮টি বিরোধী দল যৌথভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। লোকসভা ভোটের ফলাফলের পর থেকে অসমে মুখ্যমন্ত্রী সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন। আমার রাষ্ট্রপতির কাছেও এ নিয়ে অভিযোগ জানাবো।’

‘মিঞা’ মুসলিমদের নিয়ে মন্তব্য করে আগেই বিতর্কে জড়িয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার তাঁর বিরুদ্ধে পুলিশে একযোগে পুলিশে অভিযোগ দায়ের করল বিরোধীরা। হিমন্ত শর্মা বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, তিনি মিঞা মুসলিমদের অসম দখল করতে দেবেন না। তাঁর সেই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কংগ্রেস সহ ১৮ টি বিরোধী দলের যৌথ ফোরাম। তাদের অভিযোগ, হিমন্ত শর্মা এমন মন্তব্য করে সম্প্রদায়ের মধ্যে ঘৃণাকে উৎসাহিত করেছেন।

আরও পড়ুন: ১২-১৩টা জেলায় সংখ্য়ালঘু হয়ে যাচ্ছে হিন্দুরা,ভবিষ্যত ভালো নয়…বড় আশঙ্কা হিমন্তর

অসম কংগ্রেসের প্রধান ভূপেন বরাহ বলেন, ‘অসমের ১৮টি বিরোধী দল যৌথভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। লোকসভা ভোটের ফলাফলের পর থেকে অসমে মুখ্যমন্ত্রী সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন। এমনকী বিধানসভার ভিতরেও লাগাতার সংবেদনশীল বিবৃতি দিয়ে যাচ্ছেন। আমার রাষ্ট্রপতির কাছেও এ নিয়ে অভিযোগ জানাবো।’ বিধানসভায় উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম বলেছিলেন, ‘নিম্ন অসমের লোকেরা তো উচ্চ অসমের জেলাগুলিতে যাবেনই। কারণ এটি তাদের অধিকার।’ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিরোধীরা পক্ষপাতিত্বের অভিযোগ করলে পাল্টা তিনি বলেন, ‘আমি পক্ষ নেব। এ বিষয়ে আপনি কি করতে পারেন? কেন নিম্ন অসমের লোকেরা উচ্চ অসমে যাবে? যাতে মিঞা মুসলমানরা অসম দখল করতে পারে! এটা আমরা হতে দেব না।’

যে সব বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তার মধ্যে রয়েছে- কংগ্রেস, অসম জাতীয় পরিষদ, সিপিআই(এম), রায়জোর দল, সিপিআই, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), জনতা দল (ইউনাইটেড), তৃণমূল কংগ্রেস, সিপিআই( এমএল) প্রভৃতি। এফআইআরে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে হিমন্ত শর্মার আরও বেশ কয়েকটি মন্তব্য উল্লেখ করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই সমস্ত মন্তব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক।

বিরোধী দলগুলির যুক্তি, এই ধরনের বিবৃতির ফলে রাজ্যে হিংসার ঘটনা বেড়েছে। শিবসাগরে বিজেপি কর্মীরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে মুখ্যমন্ত্রীর এমন ধরনের মন্তব্যের জন্য। এফআইআরে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক লাভের জন্য অসমে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করতে বিজেপি নেতারা ষড়যন্ত্র করছেন। রাজ্যের শীর্ষ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করায় অসমে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

পরবর্তী খবর

Latest News

দুর্গাপুজোর প্রাক্কালেই হাতে এল নতুন চাকরি, এবার উৎসবে ফিরলেন চাকরিপ্রার্থীরা কোন মন্ত্রে শতশত বছর ধরে টিঁকে ভারতের মন্দিরগুলি? 'বিস্ময়' ফুটিয়ে তুলবে এই পুজো পুজোয় মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই রস! কম খরচেই হবে বাজিমাত ED-র গুঁতোয় জেরবার Bookmyshow, কোল্ডপ্লে শোর টিকিট ব্ল্যাক নিয়ে FIR সংস্থার 'অত সময় নেই', বললেন আঁকা শুরুর আগে, শেষ পর্যন্ত ক্যানভাসে কী ফুটিয়ে তুললেন মমতা? ‘আড়িয়াদহের জয়ন্তর মতো এ আরেকটা বড় লুম্পেন’ চুমু খেলেই মৃৃত্যু হতে পারে! ঠোঁটে ঠোট লাগানোর আগে তিন শর্ত দিলেন তরুণী দেবের সঙ্গে তাঁর ঝগড়ায় সেতুবন্ধনের কাজ কে করে? খোলসা করলেন রুক্মিণী পুজোর মুখে দার্জিলিংয়ে আরও দুর্যোগ, ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু পুজোয় একটু মিষ্টিমুখ না হলে চলে ? বাড়িতেই বানিয়ে নিন নবদ্বীপের মিষ্টি দই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.