ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ডাক দিয়ে বিগত দিনে অনেক বাংলাদেশি রাজনীতিবিদই সরব হয়েছেন। বিএনপি নেতা তো নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি জনসমক্ষে পুড়িয়ে দিয়েছেন। আবার সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন অনেক বাংলাদেশি। তবে এরই মাঝে কৃষিপণ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে পুরোপুরি ভারত নির্ভর, তা ফের সামনে এল। রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েক দিনে বাংলাদেশের উত্তরে অবস্থিত বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে সেই দেশে গিয়েছে ১৮০ টন ভারতীয় পেঁয়াজ। (আরও পড়ুন: ভারতের থেকে 'মোস্ট ফেভারড নেশন'-এর তকমা ছিনিয়ে নিল সুইৎজারল্যান্ড! তবে কেন?)
আরও পড়ুন: আরাকান আর্মির দখলে রাখাইন, 'রোহিঙ্গা' নামক মাথাব্যথা কীভাবে দূর করবেন ইউনুস?
আরও পড়ুন: লাদাখের ডেপস্যাঙে কি সব প্যাট্রোলিং পয়েন্টেই টহল দিতে পারবে ভারতীয় সেনা?
উল্লেখ্য, এই বাংলাবান্ধা স্থল বন্দরটি চারদেশীয়। সাধারণত এখান দিয়ে পাথর আমদানি করে বাংলাদেশ। তবে বর্তমানে এখান দিয়ে পেঁয়াজ এবং আতপ চাল আমদানি করছে তারা। এর আগে গত ১০ ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশি সংস্থা। তার আগে ৭ ডিসেম্বর, ৩ ডিসেম্বর, ২৭ নভেম্বর, ২০ নভেম্বর এবং ১৮ নভেম্বরও ৩০ টন করে পেঁয়াজ আমদানি করা হয়। এই আবহে মোট ৬ দফায় এই ১৮০ টন পেঁয়াজ বাংলাদেশে গিয়েছে ভারত থেকে। (আরও পড়ুন: বাংলাদেশ দখলের ছক কষা হচ্ছে? বিস্ফোরক ওপার বাংলা, ইসকন নিয়ে গুরুতর অভিযোগ)
আরও পড়ুন: বাংলাদেশকে 'জঙ্গিদের উর্বর লীলাভূমি' আখ্যা, দিল্লিতে বসে জামাতকে তোপ শেখ হাসিনার
এদিকে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, আলু, পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশের ইউনুস সরকার। এই আবহে পাকিস্তান এবং চিনের নামও উঠে এসেছিল। উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাদেশের অর্থ মন্ত্রকের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দাবি করেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন জারি থাকলেও তার প্রভাব বাণিজ্যের ওপর পড়বে না। তবে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় এপারে যে প্রতিবাদ দেখা গিয়েছে, তাতে শঙ্কিত ছিল বাংলাদেশ। এই কারণেই দেশে পেঁয়াজ আমদানি জারি রাখতে বিকল্পের খোঁজ শুরু করেছিল তারা। তবে মাঝ ডিসেম্বরে সেই ভারতের থেকেই পেঁয়াজ আমদানি করল তারা। (আরও পড়ুন: ভারতে চিকিৎসা করাতে এসে মৃত্যু ২৭ বছর বয়সি বাংলাদেশি তরুণের, দেহ গেল ময়নাতদন্তে)
আরও পড়ুন: 'ভারতের উপর কুনজর দিলে হাত-পা,কোমর ভেঙে দেব', বাংলাদেশকে হুমকি ফুরফুরার পীরজাদার
বর্তমানে বাংলাদেশে পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত এবং মায়ানমার থেকে। মায়ানমারে বাংলাদেশ লাগোয়া রাখাইন প্রদেশটি এখন আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। এদিকে ভারতের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে বাংলাদেশের। এই আবহে বিকল্প হিসেবে পাকিস্তান, চিন এবং তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করতে চাইছে বাংলাদেশ।