বাংলা নিউজ > ঘরে বাইরে > 19 New Districts in Rajasthan: নির্বাচনের আগে একবারে ১৯টি নতুন জেলা গঠনের ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

19 New Districts in Rajasthan: নির্বাচনের আগে একবারে ১৯টি নতুন জেলা গঠনের ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

রাজস্থানে একবারে ১৯টি নতুন জেলা গঠনের ঘোষণা অশোক গেহলটের। (AFP)

মুখ্যমন্ত্রী অশোক গেহলট শুক্রবার রাজস্থানে ১৯টি নতুন জেলা গঠনের ঘোষণা করলেন। ১৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এই রাজ্যে নতুন করে জেলা তৈরি করা হচ্ছে। এই পরিবর্তনের আগে রাজস্থানে ৩৩টি জেলা ছিল।

কংগ্রেস বিধায়কদের দীর্ঘদিনের দাবি পূরণ করে মুখ্যমন্ত্রী অশোক গেহলট শুক্রবার রাজস্থানে ১৯টি নতুন জেলা গঠনের ঘোষণা করলেন। ১৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এই রাজ্যে নতুন করে জেলা তৈরি করা হচ্ছে। এই পরিবর্তনের আগে রাজস্থানে ৩৩টি জেলা ছিল। নতুন জেলা গঠনের ঘোষণা করে মুখ্যমন্ত্রী গেহলট বলেন, 'রাজস্থান ভৌগলিকভাবে দেশের বৃহত্তম রাজ্য। তবে এই রাজ্যে এমন অনেক জেলা রয়েছে যেখানে দুই প্রান্তের মধ্যে দূরত্ব ১০০ কিলোমিটারেরও বেশি। এর দেরে লোকেদের সরকারি পরিষেবা পেতে সমস্যা হয়। জেলাগুলো ছোট হলে তা প্রশাসনিক ভাবে কার্যকরী হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে।' (আরও পড়ুন: ৩০টি মার্কিন শহরকে ‘চুনা লাগাল’ নিত্যানন্দের কৈলাস, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে)

এদিকে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস সরকারের এই ঘোষণার পরই সমালোচনায় সরব হয়েছে সেরাজ্যের বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, সাধারণ মানুষের সুবিধার জন্য নয়, অশোক গেহলট নিজের রাজনৈতিক স্বার্থ চরিথার্ত করতেই এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে বলেন, 'যেভাবে হঠকারিতায় নতুন জেলা ঘোষণা করা হল, তাতে রাজ্য বাজেট ও রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো ঝুঁকির মুখে পড়তে চলেছে। নতুন জেলা ঘোষণার সময় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাহ্য করা হয়েছে। এই সিদ্ধান্তে প্রশাসনিক কাজ সহজ তো করবেই না, বরং তা আরও কঠিন করে তুলবে। গেহলট সরকার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থপূরণের জন্যই এই ঘোষণা করেছে।' যদিও গেহলটের যুক্তি, 'সরকার প্রতিটি বাড়ি ও পরিবারের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারছে না। এই সমস্যা দূর করার জন্যই নতুন করে ১৯টি জেলা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আরও পড়ুন: IMF থেকে ঋণ পেতে পাকিস্তানকে ছাড়তে হবে পারমাণবিক কর্মসূচি, কী বলছে ইসলামাবাদ?

নতুন যে ১৯টি জেলা ঘোষণা করা হল, সেগুলি হল- অনুপগড় (আগে গঙ্গানগরের অংশ ছিল), বালোত্রা (আগে বারমেরের অংশ ছিল), বেওয়ার (আগে আজমেরের অংশ ছিল), কেকরি (আগে আজমেরের অংশ ছিল), দীগ (আগে ভরতপুরের অংশ ছিল), দিদওয়ানা-কুচামান (আগে নগৌরের অংশ ছিল), দুদু (আগে জয়পুরের অংশ ছিল), গঙ্গাপুর (আগে সোয়াই মাধোপুরের অংশ ছিল), জয়পুর উত্তর, জয়পুর দক্ষিণ, যোধপুর পূর্ব, যোধপুর পশ্চিম, কোটপুতলি-বেহরোর (আগে জয়পুর এবং আলওয়ারের অংশ ছিল), খেরতাল (আগে আলওয়ারের অংশ ছিল), নিম কা থানা (আগে সিকরের অংশ ছিল), ফালোরি (আগে যোধপুরের অংশ ছিল), সালুম্বের (আগে উদয়পুরের অংশ ছিল), সাঞ্চোর (আগে জলোরের অংশ ছিল) ও শাহপুরা (আগে ভিলওয়ারের অংশ ছিল)।

 

ঘরে বাইরে খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.