যুদ্ধের ভয়াবহতা তো আছেই। তার সঙ্গেই ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক মজার ঘটনাও। অভিজ্ঞ মহলের মতে ওই যুদ্ধে একাধিক কৌশল প্রয়োগ করেছিল ভারতীয় সেনা। আর তাতেই কার্যত নাকানিচোবানি খায় পাক সেনাবাহিনী। আর সেই সময় বিবিসির তরফে একটি ভুল ছবি ছাপানো হয়েছিল। আর সেই ছবি দেখেই আতঙ্কিত হয়ে পড়ে পাক সেনা। কী ছিল সেই ছবি?
সবে শুরু হয়েছে সেই যুদ্ধ। ৭১ সালের ১০ ডিসেম্বর ভারতের সেনা প্রবেশ করছে পূর্ব পাকিস্তানে। লেফটেনান্ট জেনারেল সগত সিংয়ের নেতৃত্ব ভারতীয় সেনা মেঘনা নদীও পেরিয়ে যায়। টাঙ্গাইল পর্যন্ত চলে যায় ভারতীয় সেনা।ঢাকার দিকে এগোতে থাকে বাহিনী।
এদিকে ৮-৯ ডিসেম্বর একটি বিশেষ কৌশল প্রয়োগ করেছিল ভারতীয় সেনা। হাজার হাজার লিফলেট পাকিস্তানের দখলে থাকা এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। মূলত তাদের মনোবল ভাঙার জন্য় এই কৌশল নিয়েছিল ভারতীয় সেনা। এদিকে সেই সময় মেজর জেনারেল ইন্দর গিল জনসংযোগ আধিকারিক রামমোহন রাওকে বলেছিলেন, প্যারাড্রপ নিয়ে ভালো করে প্রচার করতে হবে।
এদিকে তিনি আবার কর্নেল রিখের সঙ্গে যোগাযোগ করেন। বলা হয়েছিল টাঙ্গাইল এয়ারড্রপের ভালো ছবি দরকার। কারণ এনিয়ে সংবাদমাধ্যমে প্রচার করা হবে। কিন্তু কর্নেলও সেই ছবি জোগাড় করতে পারেননি। ২০১৩ সালে রাও লিখেছিলেন, মনটা খুব খারাপ হয়ে গেল। ১২ ডিসেম্বরও ছবি জোগাড় হয়নি। এই সময় নতুন একটি ভাবনা মনে আসে। আগ্রার প্যারা ব্রিগেডের ছবিকে বের করে আনেন তিনি। এরপর সেই ছবিই পরের দিন প্রকাশিত হল ইংল্যান্ড আর আমেরিকার সংবাদপত্রের প্রথম পাতায়। আর সেই ছবির নীচে ক্যাপশন, ভারতীয় সেনা পূর্ব পাকিস্তানে নেমে পড়েছে। আর সেই ছবি দেখে রাতের ঘুম উড়ে যায় পাকিস্তানের।
এদিকে সেই ছবি দেখে মনে হয় যেন, ভারতের গোটা প্যারাব্রিগেডই পূর্ব পাকিস্তানে চলে গিয়েছে। আসলে গিয়েছিলেন মাত্র ১০০০ জন সেনা। আর বিবিসিও জানিয়ে দেন ৫০০০ ট্রুপ নেমে পড়েছে। এসব শুনে কার্যত হারার আগেই হেরে বসে পাকিস্তান।