বাংলা নিউজ > ঘরে বাইরে > Karnataka: কর্ণাটকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ডিম দিয়ে ছবি তোলার পর ফিরিয়ে নেওয়া হল

Karnataka: কর্ণাটকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ডিম দিয়ে ছবি তোলার পর ফিরিয়ে নেওয়া হল

কর্ণাটকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ডিম দিয়ে ছবি তোলার পর ফিরিয়ে নেওয়া হল

অভিযুক্ত দুই অঙ্গনওয়াড়ি কর্মীর নাম লক্ষ্মী এবং শাইনাজা বেগম। তাদের সাসপেন্ড করার পাশাপাশি রাজ্য মহিলা ও শিশুকল্যাণ দফতর তদন্তের নির্দেশ দিয়েছে।  তাছাড়া,ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা।

কর্ণাটকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি ঘটনা সামনে এসেছে যা ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। সাধারণত অঙ্গনওয়াড়িতে নিম্নমানের খাবার আবার খাবারে পোকা, টিকটিকি থাকার খবর প্রায়ই সামনে আসে। তবে এবার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পাতে ডিম দিয়ে প্রথমে ছবি তোলা হয়, আর ছবি তোলার পরেই আবার ফিরিয়ে নেওয়া হয় ডিম। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য চড়িয়েছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুই কর্মীকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোপ্পাল জেলার গুন্ডুর গ্রামের।

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচালয়ে শিশুকে দীর্ঘক্ষণ আটকে রাখলেন শিক্ষিকা

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই অঙ্গনওয়াড়ি কর্মীর নাম লক্ষ্মী এবং শাইনাজা বেগম। তাদের সাসপেন্ড করার পাশাপাশি রাজ্য মহিলা ও শিশুকল্যাণ দফতর তদন্তের নির্দেশ দিয়েছে।  তাছাড়া,ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা। তা নিয়ে তারা একাধিবার অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করা হয়নি। 

এই ঘটনায় কর্ণাটকের মন্ত্রী লক্ষ্মী হেব্বালকর বলেছেন, দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে। তিনি নিচুতলা থেকে বিভাগকে উন্নত করার প্রতিশ্রুতির উপর জোর বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রাথমিক লক্ষ্য হল পুষ্টিকর খাবার এবং মানসম্পন্ন শিক্ষা প্রদান করা। সুবিধা থেকে বঞ্চিত করে শিশুদের প্রতি কোনও অবিচার করা হবে না বলে আশ্বাস দেন তিনি।  তিনি কোপ্পাল জেলার ডেপুটি ডিরেক্টরকে (ডিডি) নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বিষয়টি প্রকাশ্যে আসে যখন কোপ্পালের গুন্ডুর গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মী লক্ষ্মী এবং শাহনাজ বেগমের একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে তাদের বিরুদ্ধে ডিম দিয়ে তুলে নেওয়ার অভিযোগ করা হয়। অভিভাবকদের আরও অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ডিম দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময়ই তাদের পাতে ডিম পরে না। সেক্ষেত্রে কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন অভিভাবকরা। আগামীতে শিশুদের যাতে মানসম্পন্ন খাবার সরবরাহ করা হয় সে বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

পরবর্তী খবর

Latest News

কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.