মহারাষ্ট্রের উপমুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবীশ। এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন ভারতের জনক হিসাবে উল্লেখ করলেন। তবে তার সঙ্গে তিনি মহাত্মা গান্ধীর কথাও উল্লেখ করেছেন। ঠিক কী বলেছেন তিনি?
তিনি ২০১৯ সালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের পিতা বলে উল্লেখ করেছিলেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে মোদীকে দেশের পিতা বলে উল্লেখ করেন অমৃতা ফড়নবীশ।
নাগপুরের রাইটার্স অ্য়াসোসিয়েসনের একটি অনুষ্ঠানে তাঁকে এনিয়ে প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী রাষ্ট্রপিতা হলে মহাত্মা গান্ধীকে তিনি কোন পদে বসাবেন?
এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, মহাত্মা গান্ধী জাতির জনক। মোদীজি হলেন নতুন ভারতের জনক। একজন তাঁর যুগের। আর অন্যজন এই যুগের। মারাঠিতে একথাই জানিয়ে দেন তিনি।
তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি সোশ্য়াল মিডিয়ায় নানা পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন। বিগত দিনে তখন শিবসেনার দুই গোষ্ঠীর মধ্য়ে তুমুল বিবাদ চলছে। সেই সময় তিনি সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে তীব্র আক্রমণ করেন।
টুইট করে তখন তিনি লিখেছিলেন, এক নিষ্ঠুর রাজা ছিলেন। পরে অবশ্য় সেই টুইট তিনি মুছে দেন। ওয়াকিবাহল মহলের মতে, এক নিষ্ঠুর রাজা ছিলেন শব্দবন্ধ ব্যবহার করে আসলে তিনি শিবসেনার উদ্ধব ঠাকরের কথা উল্লেখ করেন।
এবার জাতির জনক হিসাবে দুজনের নাম উল্লেখ করলেন তিনি। একজন আগের যুগের। আর অপরজন বর্তমান যুগের। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে নানা চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।