বাংলাদেশের চট্টগ্রামে শিবরাত্রি উপলক্ষ্য়ে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে এই মেলার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর সেই মেলাতেই এদিন ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে যায়। যার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। জানা যাচ্ছে, মেলা ঘিরে বহু পুণ্যার্থীর ভিড় জমেছিল এলাকায়। তার জেরেই এই পদপিষ্টের ঘটনা। তথ্য বলছে, মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা ও একজন পুরুষ। জানা গিয়েছে, নিহত পুরুষ, বাংলাদেশের কক্সবাজারর বাসিন্দা। মহিলা তীর্থ যাত্রীর সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসেনি। জানা যাচ্ছে, শিবরাত্রির দিন দুপুর ১ টা নাগাদ এই মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে যায়। খবর পেয়ে মেলা কমিটির স্বেচ্ছাসেবক দল ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের তরফে বিষয়টি নিশ্চিত করেছেন।
( Mehfuz Alom: নাহিদের ছেড়ে যাওয়া বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে মাহফুজ আলম, কে তিনি?)
সীতাকুণ্ডের শিবচতুর্দশীর মেলা:-
সদ্য মঙ্গলবার থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশীর মেলা শুরু হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ঘিরে গত কয়েক মাসে পর পর একাধিক ঘটনা শিরোনাম কেড়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতও। সেই জায়গা থেকে চলতি বছরে বাংলাদেশের সীতাকুণ্ডের এই মেলা ঘিরে নিরপাত্তার তাৎপর্য যথেষ্ট ছিল। শিবচতুর্দশী তিথি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম, ফটিকছড়ির কাঞ্চননাথ ধাম ও কক্সবাজারের মহেশখালীর আদিনাথে তিন দিনের তীর্থযাত্রা সদ্য মঙ্গলবার থেকে শুরু হয়। একই সঙ্গে তীর্থযাত্রা উপলক্ষে শুরু হবে ১৫ দিনের মেলা। দোলপূর্ণিমার মধ্য দিয়ে এ মেলা শেষ হবে।শিবচতুর্দশী মেলা উপলক্ষে এবার মোট ৬০০ পুলিশ কর্মী দায়িত্বে রয়েছেন বলে খবর। মেলায় জনসমাগম গতবারের তুলনায় বেশি হবে ধরে নিয়েই এই প্রস্তুতিও আগাম ছিল বলে বাংলাদেশ প্রশাসন আগে জানিয়েছিল। উল্লেখ্য, প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথমন্দির। শিবচতুর্দশী তিথিতে পুণ্যার্থীরা চন্দ্রনাথমন্দিরে পৌঁছে শিবদর্শন করে থাকেন।