বাংলা নিউজ > ঘরে বাইরে > Student Drowned in Delhi: প্রবল বৃষ্টিতে দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে বন্যা পরিস্থিতি, ডুবে মৃত ২ পড়ুয়া

Student Drowned in Delhi: প্রবল বৃষ্টিতে দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে বন্যা পরিস্থিতি, ডুবে মৃত ২ পড়ুয়া

প্রবল বৃষ্টিতে দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে বন্যা পরিস্থিতি, ডুবে মৃত ২ পড়ুয়া

ওল্ড রাজেন্দ্র নগরের ‘রাও আইএএস স্টাডি’সেন্টারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭ টা নাগাদ এই ঘটনার খবর প্রশাসনের কাছে যায়। তখনই পড়ুয়াদের উদ্ধারে তৎপর হয় প্রশাসন।

প্রবল বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি দিল্লিতে। দিল্লিতে ওল্ড রাজেন্দ্র নগরে এক কোচিং সেন্টারে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। সেখানে বৃষ্টির জল ঢুকে ক্রমেই তার স্তর বাড়তে থাকে। বেড়ে যাওয়া জলস্তরের মধ্যে পড়ে ২ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ওই কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে যায়। সেখানেই তার জলস্তর বাড়তে থাকে।

দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে বহু কোচিং সেন্টারে সাধারণত সরকারি চাকরির পড়াশোনা নিয়ে চলে কোচিং। সেখানেই একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে গিয়েছে বলে খবর। জল এতটাই বিপদসীমা পর্যন্ত পৌঁছে যায়, যে বহু পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর মেলে। মুহূর্তে পৌঁছায় দমকল। সেখান থেকে পড়ুয়াদের উদ্ধার করতে দমকল তৎপর হয়। এরপরই জল থেকে দুই ডুবে যাওয়া পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। রাত ১১ টা পর্যন্ত শেষ আপডেটে জানা গিয়েছে, ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এক্স পোস্টে দিল্লির মন্ত্রী অতিশী জানিয়েছেন,' সন্ধ্যায় দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে দুর্ঘটনার খবর রয়েছে। রাজেন্দ্র নগরের একটি কোচিং ইনস্টিটিউটের বেসমেন্টে জল ভর্তি হওয়ার খবর রয়েছে। দিল্লি দমকল বাহিনী এবং এনডিআরএফ ঘটনাস্থলে রয়েছে। সেখানে দিল্লির মেয়র ও স্থানীয় বিধায়কও রয়েছেন।' জানা গিয়েছে, দমকল, পুলিশ, এনডিআরএফ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পাইপ দিয়ে জল পাম্প করে বের করার চেষ্টা করা হচ্ছে।

 

( Maharani of Baroda:‘রাজপরিবারের সংসার চালানো কঠিন হয়েছিল,সোনার বাসন বিক্রি করতে হয়’,বরোদার রাজবধূর কথায় খিল্লি নেটপাড়ায়)

ঘটনা নিয়ে অতিশী এক্স পোস্টে লেখেন, ‘ আমি প্রতি মিনিটে ঘটনার আপডেট নিচ্ছি। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার জন্য যাঁরাই দায়ী থাকুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।’ অতিশী ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্তের রিপোর্ট তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে বলেছেন অতিশী। জানা গিয়েছে, কোচিং সেন্টারের ওই বেসমেন্টে টানা বৃষ্টিতে আটকে গিয়েছিলেন পড়ুয়ারা। সেখানে জল ঢুকতে শুরু করে। সেই জলেই আটকে পড়েন পড়ুয়ারা। এরপর জলস্তর বিপদসীমার কাছে চলে যায়। শেষমেশ জলে ডুবে মৃত্যু হয়েছে ২ পড়ুয়ার। ওল্ড রাজেন্দ্র নগরের ‘রাও আইএএস স্টাডি’সেন্টারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭ টা নাগাদ এই ঘটনার খবর প্রশাসনের কাছে যায়। তখনই পড়ুয়াদের উদ্ধারে তৎপর হয় প্রশাসন।

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

হোম টেস্টে ভারতের রেকর্ড দেখলে বুক কাঁপবে শাকিবদের, রোহিতরা চিন্তায় একটি বিষয়ে মাছ, মাংস, ডিম ছাড়া দিন চলে না? জানেন কি কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে শরীরের মলিউডের ‘হেমা কমিশন’-এর আদলে টলিউডে 'আত্মশ্রী', মাথায় কাকে বসাতে পারেন মমতা? 'রাতে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা, পাহারা দিতে হচ্ছে তৃণমূলকে, এ কেমন রাত দখল?' চন্দ্রগ্রহণের পরে পরেই রাহুর সংযোগ! মেষ থেকে মীনের জীবনে কেমন প্রভাব পড়বে লক্ষ্য টেস্টে ফেরা, চোট সারিয়ে দলীপ ট্রফির ৩য় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব CJI চন্দ্রচূড়ের বাসভবনে গণেশ পুজোয় যাওয় নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন মোদী খোদ রাতের হ্যাংওভার কাটাতে সকালে খেতে হবে পেট ভরে জল? কথাটা কি ঠিক? কী বলছে বিজ্ঞান এড শিরানকে ঝুঁকে করেন নমস্কার! সেই অরিজিৎই বিরক্ত হল, যখন শ্রোতা মঞ্চে রাখল… ওমরের সঙ্গে জোট বেঁধে কাশ্মীরে লড়ছে কংগ্রেস, তবে ৩৭০ ধারা নিয়ে 'নীরব' হাত শিবির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.