সোমবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ভারতীয় সেনারা গুলি চালায়। এই ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চলছে। ভারতীয় সেনা কর্মকর্তাদের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 'জম্মু ও কাশ্মীরে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ১৩ অক্টোবর কুপওয়ারার মাছল সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করেছিল। সতর্ক সেনারা সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এবং জঙ্গিদের চ্যালেঞ্জ জানায়। এর জেরে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। সেনারা এর উপযুক্ত জবাব দেয়। সেই এনকাউন্টারে দুই সন্ত্রাসীকে খতম করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।'
এদিকে কুপওয়ারা জেলার দুদনিয়াল সেক্টরে সোমবার রাত থেকে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই বিষয়ে সেনা আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। তবে স্থানীয়রা দাবি করছে, পাক জঙ্গিরা সীমান্ত পার করে ভারতে অনুপ্রহেশের চেষ্টা করছিল বলেই হয়ত সেনা এই বিস্ফোরণ ঘটাচ্ছিল। প্রসঙ্গত, দেশজুড়ে উৎসবে মরশুমে যাতে কোনও ভাবে জঙ্গি হামলা না হয়, তার জন্য সীমান্তে কড়া নজরদারির বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তে তিনি হাই অ্যালার্টে থাকার জন্য বলেছেন সেনাকে।
শীতকাল শুরুর আগে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেন। সন্ত্রাসবাদীরা যাতে তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শাহ। কেন্দ্রশাসিত অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করতে দিল্লিতে অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক হয়েছিল সম্প্রতি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সেনাপ্রধান, জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব ও পুলিশের মহাপরিচালক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহাপরিচালক এবং ভারত সরকার, সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।