মহারাষ্ট্রে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপির মহায্যুতি জোট। ভরাডুবি হয়েছে মহা বিকাশ আগাড়ি (কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি) জোটের। আর তাতে দেখা যাচ্ছে এবার মহারাষ্ট্র বিধানসভায় জয়ী হয়েছেন ২১ জন মহিলা প্রার্থী। যার মধ্যে একজন মাত্র হলেন বিরোধী।
আরও পড়ুন: মারাঠাভূমে রক্তাক্ত কংগ্রেস জোট! BJP ঝড়ে ঐতিহাসিক জয় মহায্যুতির, আসল খেলা এবার?
এই ২১ জন যদি প্রার্থীর মধ্যে শুধুমাত্র বিজেপি থেকে জয়ী হয়েছেন ১৪ জন মহিলা প্রার্থী। উল্লেখ্য, বিজেপির তরফে এবার মহারাষ্ট্রে মহিলা প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এরমধ্যে ১০ জন মহিলা প্রার্থী পুনরায় নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন - শ্বেতা মহালে । তিনি জয়ী হয়েছেন চিকলি বিধানসভা কেন্দ্র থেকে। মেঘনা বর্দিকর জিন্টুর কেন্দ্র থেকে, দেবযানী ফারান্দে নাসিক থেকে, সীমা হিরে নাসিক পশ্চিম থেকে, মন্দা মাত্রে বেলাপুর থেকে জয়ী হয়েছেন। এছাড়াও, মনীষা চৌধুরী দহিসার কেন্দ্র থেকে, বিদ্যা ঠাকুর গোরেগাঁও কেন্দ্র, মাধুরী মিসল পার্বতী কেন্দ্র, মনিকা রাজলে শেভগাঁও এবং নমিতা মুন্ডাদা কাইজ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। বিজেপির চার নতুন মহিলা বিধায়ক হলেন শ্রীজয়া চাভান ভোকর কেন্দ্র থেকে, সুলভা গায়কওয়াড় কল্যাণ পূর্ব থেকে, স্নেহা পণ্ডিত ভাসাই থেকে এবং অনুরাধা চাভান ফুলবাড়ি জয়ী হয়েছেন।
এছাড়াও, শিবসেনার টিকিটে জয়ী হয়েছেন মঞ্জুলা গাভিত (সাকরি কেন্দ্র থেকে) এবং সঞ্জনা যাদব (কন্নড় থেকে) নির্বাচিত হয়েছেন। এনসিপি থেকে সুলভা খোদকে অমরাবতী আসন, সরোজ আহিরে দেওলালি কেন্দ্র, সানা মালিক অনুশক্তিনগর কেন্দ্র এবং অদিতি তাটকরে-শ্রীবর্ধন কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। অন্যদিকে, কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন জ্যোতি গায়কওয়াড় ধাওয়ারি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।
উল্লেখ্য, মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোট মোট ২৩৫টি আসনে জয়ী হয়েছে। বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন। এরমধ্যে বিজেপি ১৩২টি আসন পেয়ে একক বৃহত্তম দলে পরিণত হয়েছে। একনাথ শিন্ডের শিবসেনা ৫৭টি আসন জিতেছে এবং অজিত পাওয়ারের এনসিপি জিতেছে ৪১টি। বিরোধী শিবিরে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) ২০টি আসন জিতেছে, কংগ্রেস ১৬টি এবং এনসিপি (এসপি) ১০টি আসনে জয়ী হয়েছে। এছাড়া, সমাজবাদী পার্টি ২টি আসন জিতেছে৷ অন্য দল ও নির্দল ১০টিতে জয়ী হয়েছে। শতাংশের নিরিখে রাজ্যে বিজেপি ২৬.৭৭ শতাংশ ভোট পেয়েছে।