বাংলা নিউজ > ঘরে বাইরে > ভয়াবহ আগুন ইরাকের করোনা হাসপাতালে, মৃত কমপক্ষে ৮২

ভয়াবহ আগুন ইরাকের করোনা হাসপাতালে, মৃত কমপক্ষে ৮২

বাগদাদের করোনা হাসপাতালে , অগ্নিকাণ্ড—বিস্ফোরণ (‌ছবি সৌজন্য রয়টার্স)‌ (REUTERS)

আগুনে পুড়ে ছাই হয়ে গেল করোনা হাসপাতাল।

আগুনে পুড়ে ছাই হয়ে গেল ইরাকের করোনা হাসপাতাল। তীব্র বিস্ফারণে কেঁপে উঠল গোটা হাসপাতাল এলাকা। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ৮২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইরাকের মন্ত্রক। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ইরাকের বাগদাদ শহরের ইবনে আল-খতিব হাসপাতালে। ঘটনায় হাসপাতালের ‘‌ইনটেনসিভ কেয়ার ইউনিট’‌-তে (আইসিইউ)‌ আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করে। এরপর আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে যায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেই সময় হাসপাতালের জরুরি বিভাগে ৩০ জন রোগী শয্যাশায়ী ছিলেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ডজনখানেক পরিবারের লোকজনও। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে গুদামে অক্সিজেন সিলিন্ডার ট্যাঙ্কের ত্রুটির কারণে এই আগুন লেগে গিয়েছে। ঘটনার সময় বাগদাদের এই গুরুত্বপূর্ণ করোনা হাসপাতালে আচমকাই বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠে। তার জেরে হাসপাতালে একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে। এর পর দৌড়োদৌড়ি শুরু করে দেন রোগী ও তাঁদের আত্মীয়রা। তাঁরা ওই হাসপাতাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু হাসপাতাল থেকে তড়িঘড়ি বেরতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

এই ঘটনা প্রসঙ্গে, ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা ১২০ জন রোগীর মধ্যে থেকে ৯০ জন ও তাদের আত্মীয়দের উদ্ধার করেছে। তবে নিহত-আহতদের সঠিক তথ্য জানাতে পারেনি তারা।

বাগদাদের রাজ্যপাল মোহাম্মদ জাবের স্বাস্থ্যমন্ত্রীর কাছে ঘটনায় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। ওদিকে ঘটনায় নাগরিক প্রতিরক্ষা কমিটি জানিয়েছে যে, আগুন নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এই ঘটনায় কতজন মানুষ প্রাণ হারিয়েছেন কিংবা আহত হয়েছেন, সে বিষয়ে কোনও বিবৃতি স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে পাওয়া যায়নি। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই হইচই বেঁধে যায় গোটা দেশে। এই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, দমকলকর্মীরা ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত ওই হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, জরাজীর্ণ স্বাস্থ্য পরিকাঠামোর এই দেশ এখন মারণ ভাইরাসের কবলে চলে গিয়েছে। দশকের পর দশক ধরে ইরাকের হাসপাতালগুলি দুর্বল পরিকাঠামো এবং শয্যার ঘাটতিতে ভুগছে। এদিন ইরাকে করোনা সংক্রমণের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গিয়েছে, যা আরব রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি।

ঘরে বাইরে খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.