বাংলা নিউজ > ঘরে বাইরে > ২৪ ঘণ্টায় ২৫ রোগীর মৃত্যু, শেষ পর্যন্ত অক্সিজেন পৌঁছল দিল্লির হাসপাতালে

২৪ ঘণ্টায় ২৫ রোগীর মৃত্যু, শেষ পর্যন্ত অক্সিজেন পৌঁছল দিল্লির হাসপাতালে

প্রতীকী ছবি। (ছবি সৌজন্য পিটিআই)

দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর জানান যে আর মাত্র দুই ঘণ্টার অক্সিজেন বেঁচে আছে তাঁদের হাসপাতালে।

অক্সিজেনের ঘাটতির জেরে নাজেহাল পরিস্থিতি দিল্লির হাসাপাতালগুলিতে। একাধিক হাসপাতাল অক্সিজেনের ঘাটতির কথা জানিয়ে সরবরাহ বৃদ্ধির দাবি দানিয়েছে। এই আবহে এবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর জানিয়ে দেন যে আর মাত্র দুই ঘণ্টার অক্সিজেন বেঁচে আছে তাঁদের হাসপাতালে। অক্সিজেনের ঘাটতি প্রসঙ্গে এই দাবি ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই অক্সিজেন সরবরাহ করা হয় সেই হাসপাতালে।

এদিন গঙ্গা রাম হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সংবাদ সংস্থা এএনআইকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি থাকা সবথেকে অসুস্থ ২৫ জন মারা গিয়েছে। দুই ঘণ্টার বেশি অক্সিজেন বেঁচে নেই। ভেন্টিলেটর এবং বাপ্যাপ ঠিক ভাবে কাজ করছে না। এক্ষুণি অক্সিজেন এয়ারলিফ্ট করিয়ে আনতে হবে। নাহলে হাসপাতালের ৬০ জন রোগীর জীবন বিপন্ন হতে পারে।' এই আবেদনের পরেই সেই হাসপাতালে পৌঁছে যায় অক্সিজেন বাহী ট্যাঙ্কার।

জানা যায় অক্সিজেনবাহী ট্যাঙ্কারের ড্রাইভার রাস্তা না চেনায় মাঝ রাস্তায় আটকে পড়েছিল সেটি। পরে গঙ্গা রাম হাসপাতালের কর্মী গিয়ে তাকে পথ দেখিয়ে নিয়ে আসে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশ জানায় যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও ‘ডিসট্রেস কল’ করে গ্রিন করিডোরের আবেদন করা হয়নি। তা করা হলে এই বিপত্তি ঘটত না। এদিকে পরিস্থিতি গুরুতর হওয়ায় দিল্লি পুলিশ এবং জেলা প্রশাসনের তরফে প্রতিনিধি হাসপাতালে রয়েছেন।

এদিকে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ভাঁড়ার বাড়াতে এবার দিল্লি ওড়িশা থেকে বিমানে অক্সিজেন আনাবে। অক্সিজেনের বরাদ্দ বাড়ানোর জন্য বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন কেজরিওয়াল।

কেজরিওয়াল জানিয়েছেন, আগে দিল্লির জন্য বরাদ্দ ছিল দৈনিক ৩৭৮ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন। এখন সেই পরিমাণ বাড়িয়ে ৪৮০ মেট্রিক টন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজধানীর জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়ানোয় মোদী সরকারকে ধন্যবাদ জানান দিল্লির মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, এটুকু বরাদ্দ বৃদ্ধিই যথেষ্ট নয়। কারণ, বর্তমানে যা পরিস্থিতি, তাতে করোনা রোগীদের চিকিৎসার জন্য এখনই দৈনিক ৭০০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন দরকার। 

 

পরবর্তী খবর

Latest News

মনে করালেন মোদী ৩.০ সরকারের..জন্মদিনে ধন্যবাদ-বার্তায় কী লিখলেন PM? এবারের ভাদ্রপদ পূর্ণিমা খুব বিশেষ, ভাগ্যের দরজা খুলতে করুন এই জিনিসগুলি দান মণিপুর সংকটে বিদেশিদের হাত রয়েছে, প্রমাণ দেখালেন মুখ্যমন্ত্রী বীরেন সিং মনোজ ভার্মাকে 'সিপিএমের দালাল' বলেছিলেন মমতা, বিনীত সরতেই তিনিই হলেন নতুন সিপি জল যন্ত্রণায় নাকাল ঘাটালবাসী, ফিরে এসে রুক্মিণীকে নিয়ে কীসের উদযাপনে মাতলেন দেব? আদানির কেনিয়া প্রজেক্ট নিয়ে ঘুরছে ঘুষ সংক্রান্ত জাল প্রেস রিলিজ, সতর্কতা সংস্থার হিজবুল্লা জঙ্গিদের পকেটে-হাতে পেজার বিস্ফোরণ! মৃত ৮, আহত ২৭৫০, ইজরায়েলের কাজ? কলকাতার সংস্থার মালিকানাধীন ওডিশার কারখানায় ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, জখম ৫ বাড়ি থেকে কাজ বন্ধ! কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন অফিসে আসার নির্দেশ দিল উইপ্রো আমির পুত্রর সঙ্গে জমিয়ে প্রেম করছেন শ্রীদেবী কন্যা! জুনেইদ-খুশির পাকা দেখা কবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.