বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ২৫ জন মৎস্যজীবীর কারাদণ্ড

Bangladesh: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ২৫ জন মৎস্যজীবীর কারাদণ্ড

প্রতীকী ছবি (HT_PRINT)

সোমবার বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলেদের আটক করে নৌ-পুলিশ৷ মঙ্গলবার সকালে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে৷

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের মেঘনা ও শাখা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটক ২৫ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, সোমবার বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলেদের আটক করে নৌ-পুলিশ৷ মঙ্গলবার সকালে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে৷

অভিযানে ২৩ লাখ মিটার জাল, ৮৫ কেজি ইলিশ ও দুইটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধারের কথা জানিয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও শাখা নদীতে মাছ শিকারের সময় হাতেনাতে ২৫ জেলেকে আটক করা হয়৷ পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারেক হাওলাদার তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন৷

‘উদ্ধার করা মা ইলিশ এতিমদের মাঝে বিতরণ এবং নির্বাহী হাকিমের নির্দেশে জাল পুড়িয়ে ফেলা হয়েছে৷ আর ট্রলার দুইটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে৷ দণ্ডিতরা হলেন- শরিয়তপুরের ঘোষাইরহাট এলাকার দক্ষিণ পাটগাতি এলাকার দেলোয়ার হোসেন, একই এলাকার আসাদ হাওলাদার, চর মাইজারা এলাকার হেলাল মাতুব্বর, একই এলাকার আজিজ বেপারী, হালিম পাটোয়ারী, ইমরান হোসেন ঢালী, রাজিব ঘরামী, মোতালেব হোসেন, মিলন লাকুরিয়া, মোশারেফ বেপারী, রফিক মেলকার, কিশোরগঞ্জের দুলজুরি এলাকার ইলিয়াস মিয়া, হিজলার দেলোয়ার হোসেন, ইলিয়াস রাঢ়ী, সোহরাব মাঝি, মো. আবুল কালাম, সিয়াদুল ইসলাম, শামীম হাওলাদার, পারভেজ, হাসান, শাহআলম, আব্দুর রব সরদার, ইমামুল হাসান, শাহীন হাওলাদার ও রিফাত৷

বন্ধ করুন