গত মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে তিনজন ভারতীয়র মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে শুধু এই তিনজনই নয়, এই দেশের জেলে এখনও ২৫ জন ভারতীয় রয়েছেন যাঁদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে দেশটির আদালত। যদিও এখনও পর্যন্ত অবশ্য তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। বৃহস্পতিবার সংসদে এমনই তথ্য জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। (আরও পড়ুন: হামাস যোগে ধৃত ভারতীয়কে দেশছাড়া করতে পারবেন না ট্রাম্প, নির্দেশ মার্কিন আদালতের)
আরও পড়ুন: বিদেশের জেলে বন্দি ১০ হাজারের বেশি ভারতীয়, কোন দেশে সবথেকে বেশি?
রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং একথা জানিয়েছেন। মন্ত্রকের কাছে বিদেশের জেলে বন্দি ভারতীয়দের নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেইসঙ্গে, বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য এবং তাঁদের জীবন বাঁচানোর জন্য ভারত সরকার কী চেষ্টা করছে? সেই সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল। মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশের জেলে বিচারাধীন ভারতীয় বন্দির সংখ্যা ১০,১৫২ জন। কীর্তি বর্ধন বলেন, ‘কেন্দ্র সরকার বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণকে উচ্চ অগ্রাধিকার দেয়। যার মধ্যে বিদেশের জেলে থাকা ভারতীয়রাও রয়েছেন। (আরও পড়ুন: জাতীয় সঙ্গীতের 'অপমান' করার অভিযোগ নীতীশের বিরুদ্ধে, সামনে এল ভিডিয়ো, তোপ RJD-র)
আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতির বাড়িতে মিলল টাকার পাহাড়, তড়িঘড়ি ডাকা হল কলেজিয়ামের বৈঠক
বিদেশে ভারতীয় নাগরিকদের মৃত্যুদণ্ড (এখনও কার্যকর হয়নি) নিয়ে আটটি দেশের তথ্য দেন মন্ত্রী। সেই তথ্য অনুসারে, সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। দেশটিতে এই সংখ্যা হল ২৫ জন। এছাড়াও, সৌদি আরবে ১১ জন, মালেশিয়ায় ৬ জন, কুয়েতে ৩ জন এবং ইন্দোনেশিয়া, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনে একজন করে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। (আরও পড়ুন: ইউনুসের বক্তব্যে না-খুশ, রাত ২টোয় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, ফিরল অগস্টের স্মৃতি)
আরও পড়ুন: আওয়ামি লিগ ‘আবার ফিরছে’, ঢাকায় বসেই হাসিনার দল নিয়ে বড় কথা খোদ ইউনুসের
তাঁদের জীবন বাঁচানোর জন্য কেন্দ্রের প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিদেশে অবস্থিত ভারতীয় মিশন বা ডাকগুলি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করে। এইসব মিশনের কর্মকর্তারা জেল পরিদর্শন করে বন্দিদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আদালত, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখে। এছাড়াও, জেল বন্দি ভারতীয় নাগরিকদের আবেদন দায়ের, সাজা কমানোর আবেদন ইত্যাদি সহ বিভিন্ন আইনি সহায়তা প্রদান করে থাকেন। (আরও পড়ুন: ISI কর্তাদের পরে বাংলাদেশ যাবেন পাক বিদেশমন্ত্রী, আলোচনা হবে প্রতিরক্ষা নিয়ে)
বিদেশ মন্ত্রককে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে গত পাঁচ বছরে কোনও ভারতীয়কে বিদেশে মৃত্যুদণ্ড দেওয়া কিনা। উত্তরে মন্ত্রী জানান, মালেশিয়া, কুয়েত, কাতার এবং সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যারমধ্যে ২০২৪ সালে কুয়েত এবং সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল তিনজন করে। তবে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আরব আমিরশাহীতে কোনও ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।