বাংলা নিউজ > ঘরে বাইরে > ফ্রান্স থেকে ২৫০টি এয়ারবাস কিনছে টাটা এয়ার ইন্ডিয়া, জানুন চুক্তির খুঁটিনাটি

ফ্রান্স থেকে ২৫০টি এয়ারবাস কিনছে টাটা এয়ার ইন্ডিয়া, জানুন চুক্তির খুঁটিনাটি

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

বর্তমানে বেঙ্গালুরুতে এয়ারো ইন্ডিয়া ২০২৩ প্রদর্শনী চলছে। ফলে আকাশপথের দিকে এমনিতেই সকলের চোখ রয়েছে। আর তারই মধ্যে এই ঘোষণা বেশ তাত্পর্যপূর্ণ। এদিন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভার্চুয়ালি যোগ দেন।

ফ্রান্সের এয়ারবাস থেকে ২৫০টি বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। মঙ্গলবার এই 'ঐতিহাসিক' চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করা হল। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, টাটা অধীনস্থ এয়ার ইন্ডিয়া, এয়ারবাসের থেকে ২৫০টি বিমান কেনার অভিপ্রায় পত্রে সই করেছে। চুক্তির অংশ হিসাবে, এয়ার ইন্ডিয়া মোট ২৫০টি বিমান কিনবে। এর মধ্যে ৪০টি A350 ওয়াইড-বডি এবং ২১০টি A320neo ন্যারো-বডি বিমান।

এয়ার ইন্ডিয়ার ব্যবসায়িক বৃদ্ধি পরিকল্পনামাফিক চললে বিমানের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান। তবে তিনি এটিও জানিয়েছেন যে, ভবিষ্যতে ভারতের মাটিতেই বাণিজ্যিক বিমান উত্পাদন করা জাতি হিসাবে একটি অন্যতম বড় লক্ষ্য হিসাবে নেওয়া যেতে পারে। আরও পড়ন: মোদী, ম্যাক্রোঁর উপস্থিতিতে এয়ার ইন্ডিয়া ও এয়ারবাসের বড় চুক্তি, ভারত-ফ্রান্স সম্পর্কে নয়া অধ্যায়

বর্তমানে বেঙ্গালুরুতে এয়ারো ইন্ডিয়া ২০২৩ প্রদর্শনী চলছে। ফলে আকাশপথের দিকে এমনিতেই সকলের চোখ রয়েছে। আর তারই মধ্যে এই ঘোষণা বেশ তাত্পর্যপূর্ণ। এদিন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভার্চুয়ালি যোগ দেন। এদিনের কনফারেন্সে রতন টাটা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, এই চুক্তি ভারতের ইতিহাসে একটি মাইলফলক। এটি ভারত ও ফ্রান্সের বন্ধুত্বের প্রতিফলন। এর পাশাপাশি ভারতের বিমান চালনা ক্ষেত্রের সাফল্যেরও ইঙ্গিতবাহী।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত কয়েক বছর ধরে ভারতে মোট বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৪৭টি হয়ে গিয়েছে। ধীরে ধীরে বিমান পরিবহনের ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হয়ে উঠছে। আগামী ১৫ বছরে ভারতের ২,০০০-এরও বেশি বিমানের প্রয়োজন হবে।

এই চাহিদা যাতে ভারত নিজেই মেটাতে পারে, সেই দিকে জোর দেওয়ার ইঙ্গিতও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'ভারতের 'মেক ইন ইন্ডিয়া-মেক ফর দ্য ওয়ার্ল্ড' ভিশনের অধীনে মহাকাশ উৎপাদনে অনেক নতুন নতুন সুযোগ আসছে।'

এরপরেই সম্ভাব্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যেও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এভিয়েশন শিল্পে ভারত MROs (রক্ষণাবেক্ষণ, মেরামত এবং অপারেশন)-এর আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠতে পারে। আজ, সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাই ভারতে উপস্থিত। তাই আমি সবাইকে এই সুযোগ কাজে লাগানোর জন্য অনুরোধ করব।

অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ভারতের অসামান্য উন্নয়নের দৌড়ের একজন ভাগীদার হতে পেরেছে এয়ারবাস। ভারতের অত্যাধুনিক প্রযুক্তি এবং মেক-ইন-ইন্ডিয়ার অংশ হয়ে ওঠার বিষয়ে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ।

এয়ার ইন্ডিয়া-এয়ারবাস বিমান চুক্তির সম্পর্কে এগুলি জানতেই হবে:

> এয়ার ইন্ডিয়া মোট ৪০টি ওয়াইড-বডি A350 বিমান এবং ২১০টি ন্যারো-বডি A320neo বিমান কিনবে। এমনটাই জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন।

> ফ্রান্সের বিমান নির্মাতা সংস্থা এই চুক্তির আর্থিক তথ্যের খুঁটিনাটি প্রকাশ করেনি। তবে এই চুক্তির মূল্য নিঃসন্দেহে কয়েক বিলিয়ন ডলারের।

> চন্দ্রশেখরন জানিয়েছেন, বিশ্বজুড়ে অতি-দূরবর্তী রুটগুলিতে উড়ান পরিচালনা করতে A350s ব্যবহার করা হবে।

> অন্যদিকে সিঙ্গেল-আইল A320 সাধারণত স্বল্প দূরত্বের রুটে ব্যবহৃত হয়।

> চন্দ্রশেখরন বলেন, এয়ারবাস এবং টাটা ভবিষ্যতে কোনও একদিন বাণিজ্যিক বিমান উৎপাদনে নামা এবং আরও বড় অংশীদারিত্বের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।

> এয়ার ইন্ডিয়ার এই অর্ডারটি বিশ্বের অন্যতম বড় বিমান ক্রয়ের চুক্তি। আজ থেকে প্রায় ১০ বছরেরও আগে আমেরিকান এয়ারলাইন্স ৪৬০টি এয়ারবাস এবং বোয়িং বিমান কিনতে চুক্তি করেছিল। তার পর থেকে এটিই বিমান পরিবহনের ইতিহাসে রেকর্ড অঙ্কের চুক্তি।

২০২২ সালের জানুয়ারিতে সরকারের কাছ থেকে লোকসানে ডুবে থাকা এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করে টাটা গ্রুপ। এরপর থেকে এয়ার ইন্ডিয়াকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে তারা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

ঘরে বাইরে খবর

Latest News

২৩ এপ্রিল বিশেষ দিন, করুন এই কাজ, পাবেন শ্রী হনুমান এর সঙ্গে শনিদেবের আশীর্বাদ ভোটের দিন Doodle পরিবর্তন, আঙুলে কালির ছাপ নিয়ে উৎসবে শামিল Google-ও বিকেলেই ঘুরছেন সাতপাক, তার আগে রাতুলের গায়ের হলুদ পড়ল রূপাঞ্জনার গায়ে পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো জুড়েছে ভাঙা সংসার, প্রাক্তনের আনা শ্লীলতাহানির মামলায় ক্লিনচিট পেলেন নওয়াজ অফিসে টিফিন খাচ্ছিলেন বাবা, ছেলে এসে বলল UPSC'র ফলাফল, দেখুন মন ছোঁয়া সেই Video হতশ্রী দশা ‘পথশ্রী’র, হাত দিয়ে রাস্তার ছাল ছাড়িয়ে ফেললেন স্থানীয়রা পাকিস্তানের করাচিতে ফের আত্মঘাতী জঙ্গি হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ জাপানি রামনবমীতে মুর্শিদাবাদে ব্যাপক গোলমাল, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কেউ অধ্যাপক, কেউ রেস্তোরাঁর মালকিন! প্রভাবশালীদের তালিকায় প্রিয়ম্বদা, আসমারাও

Latest IPL News

পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.