বেকার যুবক যুবতীদের জন্য বিরাট খুশির খবর। এবার ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের সরকার বাজেটে ঘোষণা করেছে, ১৮-৩৫ বছর বয়সী বেকার যুবক যুবতীরা ২৫০০ টাকা করে বেকারভাতা পাবেন। তবে তাঁদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ হতে হবে।
ছত্তিশগড় বাজেট ২০২৩ অনুসারে মুখ্য়মন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, রাজ্য সরকার প্রতি বেকারকে ২৫০০ টাকা করে মাসিক ভাতা দেবে। তাদের বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। এখানেই থেমে থাকেনি সরকার। ছত্তিশগড় সরকার ঘোষণা করেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ৬৫০০ থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হচ্ছে।
১ মার্চ থেকে ছত্তিশগড় বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছিল। এদিকে চলতি বছরেই ওই রাজ্যের ভোট হওয়ার কথা রয়েছে। তার আগে জনতার মন ভেজাতে সবরকম টোটকা প্রয়োগ করল সরকার।
রায়পুরে ডাঃ বিআর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে ৭০০ বেডের হাসপাতালে পরিণত করার জন্য ৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর সঙ্গেই ভ্রাম্যমান মেডিক্যাল কেয়ার ইউনিট করার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রবিবার একটি ভিডিয়ো বিবৃতিতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গোটা দেশের মধ্য়ে আমাদের রাজ্য পথ দেখাচ্ছে। মানুষের ধারণা দ্রুত বদলে যাচ্ছে। সোমবার যে বাজেট আমি পেশ করতে যাব আমাদের স্বপ্নপূরণে সহায়ক হবে। আকাশ থেকে বসে কিছু বলছি না। মাটিতে দাঁড়িয়ে থেকে একথা বলছি।
একদিকে বেকার ও অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য় নিঃসন্দেহে বিরাট খুশির খবর। সাম্মানিক বৃদ্ধির দাবিতে তাঁরা দিনের পর দিন ধরে দাবি করছিলেন। এবার সেই দাবি পূরণ হওয়ার পথে।
বাঘেল জানিয়েছেন গত কিছুদিন ধরে রাজ্য় কী কঠিন পরিস্থিতির মাধ্যমে যাচ্ছে সেটা সকলেই জানেন। তিনি জানিয়েছেন, কোভিড অতিমারি হোক কিংবা অন্য কঠিন চ্যালেঞ্জ এই রাজ্যের মানুষ জানেন কী পরিস্থিতির মধ্য়ে তাঁদের দিন কাটাতে হয়েছে। কিন্তু গর্বের সঙ্গে জানাচ্ছি আমরা সব সমস্যাকে আমরা উতরে যেতে পারেছি। ইকোনমিক ম্যানেজমেন্টের দিক থেকে আমরা দেশের মধ্য়ে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছি।