দেবব্রত মোহান্তি
প্রবাসী ভারতীয় সম্মান। ২৭জন প্রবাসী ভারতীয়কে এই সম্মান প্রদান করা হল। ভুবনেশ্বরে ১৮তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, প্রবাসী ভারতীয়দের সাফল্যের কাহিনি শুধু ভারতের কাছে গর্বের খবর নয়, এটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণার যাঁরা উৎকর্ষের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রাষ্ট্রপতি জানিয়েছেন, মূল্যবোধ আমাদের সভ্যতার ভিত্তি। সেটা চিকিৎসাক্ষেত্রেই হোক বা কলাক্ষেত্রে বা উদ্যোগের ক্ষেত্রে প্রবাসী ভারতীয়রা তাঁদের সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এক্ষেত্রে যাঁরা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন তাঁদের আমরা সম্মান জানিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের এই কাজের জন্য় তিনি তাঁদের অভিনন্দন জানান।
যাঁদের পুরস্কার দেওয়া হয়েছে তাঁদের মধ্য়ে অন্য়তম, অস্ট্রেলিয়ার অজয় রানে কমিউনিটি সার্ভিসে, ডাঃ মারিয়ালেনা জোয়ান ফার্নান্ডেজ, অস্ট্রিয়ার এডুকেশনের উপর, ডাঃ ফিলোমেনা আন মোহিনী হ্যারিস, চিকিৎসা বিজ্ঞানে বার্বাডোজের, স্বামী সংযুক্তানন্দ ফিজির কমিউনিটি সার্ভিসে, সরস্বতী বিদ্যানিকেতন গিনির কমিউনিটি সার্ভিসে, ডাঃ লেখ রাজ জুনেজা জাপানের বিজ্ঞানে ও প্রযুক্তিক্ষেত্রে, কিরঘিজের প্রেম কুমার রিপাবলিক ইন মেডিক্যাল সায়েন্সে, লাওসের সৌক্তভি চৌধুরীকে ব্যবসা ক্ষেত্রে, কৃষ্ণা সাভজানিকে মালাওয়াইয়ের ব্যবসাতে, মালয়েশিয়ার রাজনীতিতে তান শ্রী ডাঃ সুহ্মমণিয়ম কেভি এসকে, মরিশাসের কমিউনিটি সার্ভিসে ডঃ সরিতা বুধু সহ অনেককেই এই সম্মান প্রদান করা হয়েছে।