মহারাষ্ট্রের পুণেতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল সকাল সকাল। জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটিতে তিনজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে থেকে দু'জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসাবশেষ থেকে। পরে মৃত্যু হয় হেলিকপ্টারে থাকা তৃতীয় ব্যক্তিরও। মৃতরা হলেন - পাইলট পরমজিৎ সিংহ, সহ-পাইলট জিকে পিল্লাই এবং ইঞ্জিনিয়ার প্রীতম ভরদ্বাজ। প্রাথমিক অনুমান, পুণের আবহাওয়া খারাপ থাকার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ভোরে পুণের দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছিল। আর এর জেরেই মাঝ আকাশে দিকভ্রষ্ট হয়ে পড়েছিল সেই হেলিকপ্টারটি। আর তাই শেষ পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল সেটিকে। জানা গিয়েছে, এনসিপি এই হেলিকপ্টারটি রাজনৈতিক কর্মসূচির জন্যে ব্যবহারের উদ্দেশে ভাড়া নিয়েছিল। এনসিপি মহারাষ্ট্র প্রদেশ সভাপতি সুনীল তৎকরেকে নিতে সেটি মুম্বই যাচ্ছিল আজ সকালে। (আরও পড়ুন: ‘এর ফল ভুগতে হবে’, ইরানের মিসাইল হামলার জবাবে হুমকি ইজরায়েলি প্রধানমন্ত্রীর)
আরও পড়ুন: দেবীপক্ষের প্রাক্কালে মেয়েদের 'গায়ে হাত', আরজি কর প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ
আরও পড়ুন: মহালয়ায় দেবীপক্ষের সূচনাতেও বিচারের দাবি, জায়গায় জায়গায় ভোর দখল থেকে গণতর্পণ
রিপোর্ট অনুযায়ী, বুধবার সকালে পুণের অক্সফোর্ড গল্ফক্লাবের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড়েছিল। সেটি পুণে থেকে মুম্বই যাচ্ছিল। সেখান থেকে এক শীর্ষ স্থানীয় এনসিপি নেতাকে তুলে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু পুণে থেকে হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছু ক্ষণ পরেই সেটি ভেঙে পড়ে। হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও দুই ইঞ্জিনিয়ার ছিলেন। এই দুর্ঘটনার বিষয়ে পুণের পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ পুণের অদূরেই এক পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকেই দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়। একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধাক করা হয়। তবে সেই ব্যক্তিকেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে এসেছে তথ্য, জেলে গিয়ে জেরা সন্দীপ-অভিজিৎকে)
আরও পড়ুন: মহালয়ার দিন ভোর হতে না হতেই বৃষ্টি কলকাতায়, আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে?
আরও পড়ুন: মহালয়ার আগেই চরম ব্যস্ত পুলিশ, ৫ ঘণ্টায় ৪ নির্দেশিকা জারি নগরপাল মনোজের
এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিঁটিয়ে আছে এখানে সেখান। দাউ দাউ করে জ্বলছে আগুন। হেলিকপ্টারটি কার্যত টুকরো টুকরো হয়ে যায়। এই আবহে দুর্ঘটনার কারণ জানতে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। সব সম্ভাবনার বিষয়েই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, হেলিকপ্টারটির মালিক হেরিটেজ অ্যাভিয়েশন সংস্থা। উল্লেখ্য, মাসখানেক আগেই এই পুণেতেই চার যাত্রী-সহ বেসরকারি পরিবহণ সংস্থার একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনাতেও হেলিকপ্টারে থাকা যাত্রীদের মৃত্যু হয়েছিল।