বাংলা নিউজ > ঘরে বাইরে > Property: জীবিতকে মৃত দেখিয়ে সম্পত্তি বেহাত, তিন সরকারি আধিকারিক সহ চারজনের বিরুদ্ধে মামলা

Property: জীবিতকে মৃত দেখিয়ে সম্পত্তি বেহাত, তিন সরকারি আধিকারিক সহ চারজনের বিরুদ্ধে মামলা

৮২ বছর বয়সী এক ব্য়ক্তিকে মৃত দেখিয়ে তাঁর সম্পত্তি অপরজনের নামে করে দেওয়ার অভিযোগ উঠেছিল।প্রতীকী ছবি (HT_PRINT)

ওই বৃদ্ধ জানতে পারেন, তিনি বেঁচে থাকা সত্ত্বেও সাত বছর আগে সরকারি নথিতে তাকে মৃত প্রমাণ করা হয়েছে । অন্যান্য নথিতেও তিনি মৃত। এ

৮২ বছর বয়সী এক ব্য়ক্তিকে মৃত দেখিয়ে তাঁর সম্পত্তি অপরজনের নামে করে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এবার তিনজন রেভিনিউ অফিসার সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সোমবার তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশে এই মামলা করা হয়েছে।

গত বছর সভাপতি শুক্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে নালিশ জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন তাঁর মালিকানায় থাকা জমি ইন্দ্রমণি নামে এক ব্যক্তির নামে করে দেওয়া হয়েছে। তাকে মৃত বলে ঘোষণা করে সম্পত্তি বেহাত করে নিয়েছে। এদিকে তিনি যে বেঁচে রয়েছেন তার সাপেক্ষে একাধিক নথি তিনি হাজির করেন।

শুক্রবার সিজেএম সাবিহা খাতুন তৎকালীন জ্ঞানপুর নায়েব তহশিলদারের বিরুদ্ধে মামলা করার জন্য় পুলিশকে নির্দেশ দেন। এর সঙ্গেই তৎকালীন রাজস্ব আধিকারিক ও দলিল লেখকের বিরুদ্ধেও মামলা করার নির্দেশ জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার আদালতের নির্দেশ মেনে এই মামলা শুরু হয়েছে।

একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইসি বিপিন সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বছর নভেম্বর মাসে ওই ব্যক্তি আমাদের এসে বলেছিলেন ইন্দ্রমণি জমি বিক্রির জন্য অন্য়ের সঙ্গে কথা বলছেন। কিন্তু এতে বাধা দিলে ইন্দ্রমণি জানায় এটা তার জমি।

এরপর ইন্দ্রমণি তাকে তাড়া করে। কিন্তু স্থানীয়রা তাকে বাঁচিয়ে দেয়। পরে তিনি জানতে পারেন ২০১৫ সালে তৎকালীন আধিকারিকরা বেআইনীভাবে তার জমি ইন্দ্রমণির নামে করে দিয়েছেন। এরপরই তিনি আদালতে মামলা করেন। তারপরই এনিয়ে খোঁজখবর শুরু হয়।

এদিকে ওই বৃদ্ধ জানতে পারেন, তিনি বেঁচে থাকা সত্ত্বেও সাত বছর আগে সরকারি নথিতে তাকে মৃত প্রমাণ করা হয়েছে । অন্যান্য নথিতেও তিনি মৃত। এরপর সম্পত্তি ইন্দ্রমণির হাতে করে দেওয়া হয়েছে। এরপরই আদালত নির্দেশ দিয়েছে, তৎকালীন আধিকারিকদের বিরুদ্ধে মামলা করতে হবে। সেই অনুসারেই পদক্ষেপ নিয়েছে পুলিশ। পুলিশ আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট ধারা মেনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার তারা কবে গ্রেফতার হয় সেটাই এখন দেখার।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে রঞ্জি ট্রফিতে হতাশাজনক শুরু করলেন ইশান-শ্রেয়স! জাতীয় দলে ফেরা নিয়ে উঠছে প্রশ্ন বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে মেষ রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে অজিদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে হারলে সেমিফাইনালে যেতে পারবে ভারত? দেখুন সম্ভাবনা সলমনের পাশে থাকার কারণেই খুন বাবা সিদ্দিকিকে? নজরে লরেন্স বিষ্ণোই গ্যাং! ধৃত ২ চোখের জল ফেলছে শিল্পা, থমথমে মুখ সলমনের,বাবা সিদ্দিকি খুনের পর হাসপাতালে তারকারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.