কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে অঞ্চলে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে তিন হিন্দুকে গ্রেফতার করল পুলিশ। রিপোর্ট অনুযায়ী, লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে খলিস্তানিরা ভারত বিরোধী বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগত ভক্তরাও পালটা প্রতিবাদ দেখায়। সেই সময় হিন্দু ভক্তদের মধ্যে থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কোন চার্জ আনা হয়েছে, তাও বলেনি তারা। যার জেরে উত্তেজনা ছড়ায়। এই আবহে মন্দির কমিটির সভাপতি সতীশ কুমার বলেছেন, এরপর থেকে সারে পুলিশকে আর মন্দির চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এদিকে সেখানে কানাডা পুলিশ এবং খলিস্তানিদের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়। ভারতীয় পতাকা উড়িয়ে ভক্তরা স্লোগান তোলেন খলিস্তানিদের বিরুদ্ধে। (আরও পড়ুন: খলিস্তানি তাণ্ডবের পর কানাডার শহরে প্রার্থনাস্থলের সামনে বিক্ষোভ নিষিদ্ধ হবে?)
আরও পড়ুন: 'রিপাবলিকান' আইওয়াতে এগিয়ে কমলা, ৭ 'সুইং স্টেটে' এগিয়ে ট্রাম্প, দাবি সমীক্ষায়
আরও পড়ুন: AQI ১৯০০ পার, লাহোরের বাতাসে 'বিষ'! ভারতকে 'দুষল' পাকিস্তান
এর আগে গতকালই কানাডার ব্র্যাম্পটনে হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার নিন্দা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই নিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, 'ব্র্যাম্পটনের হিন্দু সভা মন্দিরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়। সব কানানিয়ান নাগরিকেরই স্বাধীন ভাবে এবং নিরাপদে নিজের ধর্ম পালনের অধিকার আছে। আমি পিল রিজিওনাল পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার তদন্ত করছে।' (আরও পড়ুন: 'বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট পেতে...', ঝাড়খণ্ডে বিস্ফোরক মোদী)
আরও পড়ুন: কানাডার মন্দিরে খলিস্তানিদের হামলার নিন্দায় ভারত, তুলে ধরল ট্রুডোর ব্যর্থতা
উল্লেখ্য, কানাডার অন্টারিওর ব্র্যাম্পটন (গ্রেটার অন্টারিও এলাকা) হিন্দু মন্দিরে হামলার অভিযোগ ওঠে খলিস্তানিদের বিরুদ্ধে। সেখানে দর্শনার্থীদের ওপর নাকি হামলা চালায় তারা। কানাডার সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল টেলিগ্রাফ সাংবাদিক ড্যানিয়েল ব্রডম্যান সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে, লাঠি নিয়ে ছুটে এসে কয়েকজন হামলা চালাচ্ছে। তারইমধ্যে এক মহিলাকে চিৎকার করতে শোনা যায়। অভিযোগ ওঠে, মন্দির চত্বরে ঢুকে দর্শনার্থীদের ওপর চড়াও হয় কট্টরপন্থী শিখরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করা হয়। তবে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, খলিস্তানিরা পতাকা নিয়ে ঢুকে পড়ে মন্দির চত্বরে। সেখানে দর্শনার্থীদের পতাকার লাঠি দিয়েই মারতে শুরু করে তারা। ভাইরাল ভিডিয়োতে হামলাকারী খলিস্তানিদের আটকাতে দেখা যায়নি।