পানীয় জলের সঙ্গেই নাকি মিশে গিয়েছে নর্দমার দূষিত জল! আর সেই দূষিত জল পান করার ফলেই প্রাণ গিয়েছে তিনজনের! গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ২৩ জন! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর চেন্নাই লাগোয়া পাল্লাভরমে।
বিভিন্ন সংবাদমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতেই পানীয় জলের সঙ্গে নিকাশি নালার দূষিত ও বিষাক্ত জল মিশে যাওয়ার অভিযোগটি সামনে এসেছে।
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সূত্রের দাবি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় সত্যিই পানীয় জল দূষিত হয়েছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে, বাসিন্দাদের নলবাহিত ওই পানীয় জল পান না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে আরও জানা যাচ্ছে, যেসমস্ত এলাকা থেকে আক্রান্তদের খবর আসছে, সেগুলি হল - মালামেডু, মারিয়াম্মান কোভিল স্ট্রিট এবং মুথালাম্মান কোভিল স্ট্রিট।
এইসব এলাকার যে বাসিন্দারা কলের জল পান করার ফলে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করা হচ্ছে, তাঁদের ক্রোমপেট গভর্নমেন্ট জেনারেল হসপিটাল এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, তাঁরা যে পানীয় জল ব্যবহার করেন, তাতে নর্দমার জল মিশে যাওয়ার ফলেই বিষক্রিয়ার শিকার হতে হয়েছে বহু মানুষকে।
তথ্যাভিজ্ঞ মহল বলছে, বাসিন্দাদের অভিযোগ সত্যি হলে সেটা মারাত্মক। কারণ, সেক্ষেত্রে ওই গোটা এলাকায়, যেখানে যেখানে ওই পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয়, সেই সমস্ত জায়গাতেই মানুষের জীবন বিপন্ন হয়ে উঠবে।
ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী টিএম অনবারাসন উপদ্রুত এলাকায় এসে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে গিয়েছেন এবং অবিলম্বে এলাকায় একটি মেডিক্যাল ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, '২৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সত্যিই পানীয় জল দূষিত হয়েছে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখা হচ্ছে, তাঁরা যে খাবার খেয়েছেন, তার জন্য এই সমস্যা তৈরি হয়েছে কিনা। যদি সত্যিই পানীয় জল দূষিত হয়ে যায়, তাহলে পুরো এলাকাই আক্রান্ত হবে।'
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের সরকার ও শাসকদলের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা এডাপ্পাডি কে পালানিস্বামী। পানীয় জল পান করে তিনজনের মৃত্যুর অভিযোগ উঠতেই তিনি এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
তাঁর অভিযোগ, শাসকদল ডিএমকে বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জল সরবরাহের মতো ন্যূনতম একটি পরিষেবা প্রদান করতেও চরম ব্যর্থ হয়েছে।
বিরোধী দলনেতা বলেন, 'আমজনতাকে পরিশ্রুত ও নিরাপদ পানীয় জল সরবরাহ করা সরকারের কর্তব্য।' তাঁর মতে, কীভাবে এবং ঠিক কোথায় নলবাহিত ওই পানীয় জল দূষিত হল, তা ভালো করে খতিয়ে দেখা উচিত। বিশেষ করে সাইক্লোনের পর এই ঘটনা ঘটেছে কিনা, তাও তদন্ত করে দেখার বার্তা দিয়েছেন তিনি। এই ঘটনার জন্য এম কে স্ট্যালিনের সরকারকে তীব্র ভাষায় আক্রামণ করেছেন রাজ্যে বিরোধী দলনেতা।