২০২১ সালকে বিদায় জানানোনর দিনটাও কাশ্মীরে শুরু হল গুলির আওয়াজে। শ্রীনগরের পন্থাচক এলাকায় চলা গুলির লড়াইয়ে শুক্রবার ভোররাতে খতম হয় তিন জঙ্গি। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এনকাউন্টারে খতম জঙ্গিদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদের সদস্যও রয়েছে। মৃত জইশ জঙ্গির নাম সুহেল আহমেদ রাথার। এদিকে রাতভর চলা এই এনকাউন্টারে জখম হয়েছেন তিনজন পুলিশকর্মী এবং এক সিআরপিএফ জওয়ানও। জানা গিয়েছে, এনকাউন্টারে খতম তিন জঙ্গি পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় জড়িত।
কাশ্মীর জোন পুলিশের তরফে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার একটি টুইট করে প্রথমে জানান, ‘তিনজন জঙ্গি মারা গিয়েছে৷ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা জাতীয় জিনিস উদ্ধার করা হয়েছে৷ তল্লাশি চলছে৷’ পরে মৃত জইশ জঙ্গির পরিচয় প্রকাশ করে আরও একটি টুইঠ করা হয় কাশ্মীর পুলিশের তরফে। জানা যায়, গোপন সূত্রে পুলিশ খবর পায়, পন্থাচকের গোমান্দর মহল্লায় রয়েছে জঙ্গিরা৷ পুলিশ এরপর আধাসেনার সঙ্গে মিলে অভিযান চালায় সেখানে। জায়গাটি ঘিরে ফেলে যৌথবাহিনীর জওয়ানরা। শুরু হয় তল্লাশি অভিযান৷
তল্লাশি অভিযান চালানোর সময় যৌথ নিরাপত্তা বাহিনী বাড়িটির ভিতরে ঢোকে৷ সেই সময় লুকিয়ে থাকা জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। যদিও যৌথবাহিনীর তত্পরতায় তারা ব্যর্থ হয়৷ তবে গুলির লড়াই চলাকালীন তিনজন পুলিশ কর্মী এবং এক সিআরপিএফ জওয়ান জখম হন৷ চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷