ভয়াবহ রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা। একটি মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়ে একের পর এক ধাক্কা মারল রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, রিকশা এবং অটোকে। আর একেবারে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে গেল মালগাড়িটি। ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলার রাউরকেলা রেলস্টেশনের কাছে। স্থানীয়দের আশঙ্কা, রেলগাড়িটি ঠিক সময়ে না দাঁড়ালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত। একইসঙ্গে এই ঘটনায় রেলের আধিকারিকরা দু'ঘণ্টা দেরিতে পৌঁছেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় ক্ষয়ক্ষতির জন্য তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তবে এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: চাকা ভেঙে বিপত্তি, তারাপীঠের কাছে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি, থমকাল বহু ট্রেন
সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৬ টা নাগাদ। স্থানীয়রা জানান, মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর লাইনের পাশে থাকা বস্তির একটি বাড়ির ঠিক সামনে গিয়ে থেমে যায়। আর কয়েক হাত এগোলেই মালগাড়ির ধাক্কায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়ে যেত। সেই সময় বাড়ির ভিতরে লোকজন ছিলেন বলে দাবি স্থানীয়দের। তার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তার আগে মালগাড়িটি বেশ কয়েকটি রিকশা, মোটরসাইকেল এবং অটোকে ধাক্কা মারে। সেগুলি মালগাড়ির ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
একটি বাড়ির বাসিন্দা জানান, ‘মালগাড়ি আমাদের বাড়ির দিকে এগিয়ে আসতেই আমরা বাড়ি থেকে পালিয়ে যাই।’ প্রত্যক্ষদর্শী একজন জানান, ঘটনার সময় মালগাড়িতে কোন গার্ড ছিলেন না। তিনি জানিয়েছেন, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। গাড়িটি ঠিক সময় না দাঁড়ালে বহু লোকের মৃত্যু হতে পারত। তিনি জানিয়েছেন, একজন অটোচালক সম্প্রতি ঋণ নিয়ে অটো কিনেছিলেন। তার অটোটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি করা হবে বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে রেলের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন।
স্থানীয়দের বক্তব্য, সকাল ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে। অথচ দুঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও সেখানে রেলের কোনও আধিকারিক পৌঁছননি। একজন জানান, ‘আমরা চাই দ্রুত বগিগুলিকে সেখান থেকে পরিষ্কার করা হোক। দুর্ঘটনার কারণে রেলওয়ে গেট-বাসন্তী কলোনি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
প্রসঙ্গত, সপ্তাহ তিনেক আগেই ওড়িশার মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। জগৎসিংহপুর জেলার পারাদ্বীপের কাছে একটি মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়। সেটি সার পরিবহনের জন্য ইফকো কোম্পানিতে যাচ্ছিল। তখন এই ঘটনা ঘটে। তবে সেই সময় মালগাড়ির তিনটি বগি খালি ছিল। শেষ তিনটি বগে লাইনচ্যুত হয়েছিল। সেই ঘটনাতেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।