বাংলা নিউজ > ঘরে বাইরে > Boy Dies in Lockdown in China: লকডাউনের জেরে হাসপাতাল পৌঁছতে দেরি, চিনে মৃত শিশুর বাবা উগরে দিলেন ক্ষোভ

Boy Dies in Lockdown in China: লকডাউনের জেরে হাসপাতাল পৌঁছতে দেরি, চিনে মৃত শিশুর বাবা উগরে দিলেন ক্ষোভ

চিনে চলছে কোভিডের কড়া বিধি। প্রতীকী ছবি। (AP Photo/Andy Wong) (AP)

ওই ৩ বছরের শিশুর বাবা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ঘটনার বিবরণ দেন। তিনি লেখেন, গ্যাস লিকের ঘটনায় তাঁর ছেলে অসুস্থ হলে, তাকে নিয়ে তিনি হাসপাতালে যেতে উদ্যত হন। তবে আবাসন থেকে প্রাথমিকভাবে বের হতেই দেননি কোভিড কর্মীরা।

চিনে কোভিড ঘিরে কড়া বিধি লাগু রয়েছে। সেখানে গানসু প্রভিন্সের লানঝাউ এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। সেখানে লকডাউনের মাঝে এক রেসিডেনশিয়াল এলাকায়, গ্যাসলিকের ঘটনা ঘটে যায়। আর সেই ঘটনার জেরে এক ৩ বছরের বালক অসুস্থ হয়ে মারা যায়। ঘটনার পর থেকেই ফের নতুন করে লকডাউন ঘিরে চিনে প্রতিবাদের ঝড় উঠেছে।

ওই ৩ বছরের শিশুর বাবা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ঘটনার বিবরণ দেন। তিনি লেখেন, গ্যাস লিকের ঘটনায় তাঁর ছেলে অসুস্থ হলে, তাকে নিয়ে তিনি হাসপাতালে যেতে উদ্যত হন। তবে আবাসন থেকে প্রাথমিকভাবে বের হতেই দেননি কোভিড কর্মীরা। কড়া কোভিড বিধিতে চিনে কার্যত লকডাউন জারি রয়েছে। তারমধ্যে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে পর্যন্ত ওই কোভিড কর্মীরা যেতে দেননি বলে অভিযোগ ওই ব্যক্তির। উল্লেখ্য, চিনের যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেই ল্যানঝাউতে এই মুহূর্তে কার্যত লকডাউন জারি রয়েছে অক্টোবর থেকে। সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক ঘটনার পোস্ট ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই দুঃখ প্রকাশ করেছেন ঘটনার জেরে। চিনে টুইটারের মতো সোশ্যাল মিডিয়া উইবোতে এই ঘটনার কথা শেয়ার করেছেন শিশুটির বাবা। 

দক্ষিণ কোরিয়ার সীমান্তে কিমের দেশের ১৮০ টি যুদ্ধবিমান! তুঙ্গে তৎপরতা, চড়ছে পারদ

সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে ব্যক্তি জানান যে তিনি সন্তানকে নিয়ে যথা সময়ে পৌঁছতে পারেননি হাসপাতালে। তবে যখন হাসপাতালে পৌঁছন ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। হাসপাতাল জানিয়ে দেয় তাঁর ছেলে ততক্ষণে মৃত। ওই অসহায় বাবা লিখছেন, তিনি প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্স ও পুলিশকেও ডাকার চেষ্টা করেন, তবে তাতে লাভের লাভ হয়নি। মুহূর্তে চোখের নিমেষে শেষ হয়ে যায় তাঁর সন্তান।

 

 

 

 

 

 

বন্ধ করুন