ত্রিপুরার ক্যাবিনেটে আসতে পারে নতুন মুখ। দীর্ঘদিনের বাম জমানার অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছিল বিজেপি- আইপিএফটি জোট সরকার। সূত্রের খবর ক্ষমতায় আসার তিন বছর পর এবার ক্যাবিনেটে কিছু রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ‘রাজ্য ক্যাবিনেটে রদবদলের কিছু সম্ভাবনা রয়েছে।’ সূত্রের খবর, ২০২৩য়ের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য ক্যাবিনেটে কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে। ১২ সদস্যের রাজ্য ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আরও আটজন মন্ত্রীর হাতে দফতর বণ্টন করেছিলেন। তবে স্বরাষ্ট্র, সাধারণ প্রশাসন, পূর্ত, শ্রম, তথ্য ও সংস্কৃতি, শিল্প ও বাণিজ্য দফতর তাঁর হাতেই রয়েছে।
এদিকে ২০১৯ সালে সুদীপ রায় বর্মন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বও নিজের হাতে নেন মুখ্য়মন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি তাঁর ক্যাবিনেটে কিছুটা রদবদল করেছেন। তবে কী এবার সেই মডেলটাই অনুসরণ করতে চাইছে ত্রিপুরা সরকার। প্রসঙ্গত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও সম্প্রতি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। রাজ্যের নানা উন্নয়ন পরিকল্পনা নিয়েও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। আগর চাষের নানা দিকে নিয়েও তিনি কথাবার্তা বলেছেন। আগরকাঠের রফতানির কোঠা বৃদ্ধির ব্যাপারেও তিনি কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন।