২৬/১১ মুম্বই হামলায় শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এটি মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল চলাকালীন ঘটল দুর্ঘটনা। মশাল থেকে আচমকা আগুন লেগে গিয়ে ঘটল বিপত্তি। তাতে ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের খান্ডোয়ায়। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে লোকজন আতঙ্কে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: বিয়ের শোভাযাত্রায় গাড়ির সানরুফ খুলে আতসবাজির খেল, সেই আগুনেই পুড়ল এসইউভি!
জানা গিয়েছে, এদিনের ঘটনায় বেশিরভাগ মানুষের মুখ ও হাত পুড়ে গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে ১২ জনকে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয় আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরাও হাসপাতালে পৌঁছে আহতদের অবস্থার খোঁজখবর নেন।কোনও প্রাণহানি ঘটেনি বলে জানা গিয়েছে ।
কীভাবে আগুন লাগল?
জানা গিয়েছে, এদিন সন্ত্রাসের বিরুদ্ধে একটি মশাল মিছিল বের করা হয়। তাতে এক হাজার মশাল জ্বালানোর কর্মসূচি নেওয়া হয়েছিল। যার মধ্যে ২০০টি মশাল ধরানো হয়েছিল। তেল এবং অন্যান্য জ্বালানি ছিল। সেই সময় হঠাৎ কিছু মশাল উলটে গেলে বিপত্তি । তাতে আগুন ধরে যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানান, ঘণ্টা ঘরের কাছে এই মিছিলের সমাপ্তি অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। তেল এবং পাউডার সহ কিছু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আগুনের গ্রাসে চলে আসেন। আহতদের মধ্যে রয়েছে নারী, শিশুও রয়েছে। তাদের বেশিরভাগের হাত ও মুখ পুড়ে গিয়েছে।
এই ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, আগুন লাগার পরেই ছোটাছুটি করতে শুরু করেন মিছিলে অংশগ্রহণকারীরা। এরফলে মিছিলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অনেকেই পড়ে যান। তারফলে পদদলিত হন অনেকেই।
জানা গিয়েছে, পুলিশ প্রশাসনের তরফে এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। ঘণ্টা ঘরে অনুষ্ঠানের সমাপ্তির সময় অংশগ্রহণকারীদের হাতে রাখা মশালগুলি নীচে রাখার সময় কাত হয়ে পড়ে। যার ফলে কাছাকাছি মশালগুলি জ্বলে ওঠে। তাতে হঠাৎ করেই আশেপাশে দাঁড়িয়ে থাকা নারী, শিশু ও পুরুষসহ বেশ কয়েকজনের গায়ে আগুন লেগে যায়। পুলিশ সুপার জানান, হাসপাতালে ভর্তি থাকা সকলেই বিপদমুক্ত রয়েছেন।