প্রয়াগারাজে চলছে মহাকুম্ভ মেলা। মাঘী পূর্ণিমাতে পূণ্যস্নান করবেন কোটি কোটি পূণ্যার্থী, সাধু, সন্ন্যাসী। সেই উপলক্ষে মহাকুম্ভমেলায় যোগ দিতে ভিড় করছেন পূণ্যার্থীরা। আর এরফলে প্রয়াগারাজে যাওয়ার রাস্তায় লক্ষ লক্ষ গাড়ির লম্বা লাইন পড়েছে। মধ্যপ্রদেশ পর্যন্ত এই যানজট দেখা গিয়েছে। এরফলে রবিবার বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে পুলিশকে। যার জেরে কয়েক ঘণ্টা ধরে রাস্তায় আটকা পড়েন হাজার হাজার মানুষ। এরফলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন: ১৫ বছর আগে নিখোঁজ KMC-র কর্মী, মহাকুম্ভ নাম শুনেই ফিরল স্মৃতি, খুঁজে পেল পরিবার
জানা গিয়েছে, যানজট এড়াতে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় প্রয়াগরাজ অভিমুখে যাওয়া শত শত যানবাহন থামানো হয়। পুলিশ জানিয়েছে, বিভিন্ন জেলায় যানবাহন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। শুধু তাই নয়, গাড়িতে থাকা যাত্রীদের নিরাপদ স্থান খুঁজে বের করতে বলা হয়। দীর্ঘ যানজটের কারণে মধ্যপ্রদেশের কাটনি জেলায় সোমবার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। মধ্যপ্রদেশের মাইহার জেলার পুলিশ যানবাহনগুলিকে কাটনি এবং জবলপুরের দিকে ফিরে যেতে এবং সেখানেই থাকতে নির্দেশ দিয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন কুমার যাদব পিটিআইকে জানিয়েছেন যে প্রয়াগরাজের লাগোয়া রেওয়াঞ্চলে খুবই ট্রাফিকের চাপ আছে। যাতে পর্যটকদের কোনও কষ্ট না হয়, তাদের জল খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান। তবে একটু ভিড় না কাটলে আর ওদিকে না যেতেই পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, আপনারা গুগল দেখুন, রাস্তা যদি খালি না থাকে, তাহলে দয়া করে এগোবেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের কাটনি, মাইহার এবং রেওয়া জেলার রাস্তায় হাজার হাজার গাড়ি ও ট্রাকের লম্বা লাইন পড়েছে। রাস্তায় বিশাল যানজটের মুখোমুখি হওয়া প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, যে কাটনি থেকে মধ্যপ্রদেশ-উত্তর প্রদেশ সীমান্ত পর্যন্ত রেওয়ার চকঘাটে ২৫০ কিলোমিটার দীর্ঘ পথে বিশাল যানজট রয়েছে।
মানুষ কয়েক ঘন্টা ধরে রাস্তায় রয়েছেন। রেওয়ার পুলিশের আইজি সাকেত প্রকাশ পান্ডে জানান, ভিড়ের কারণে রবিবার এখানে বিশাল যানজট ছিল। পরিস্থিতি এমন যে পরিস্থিতি স্বাভাবিক হতে এক বা দুই দিন সময় লাগতে পারে। পুলিশ আধিকারিক বলেন, প্রয়াগরাজ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মধ্যপ্রদেশ পুলিশ যানবাহন চলাচলের অনুমতি দিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, যে যানবাহনগুলি ৪৮ ঘণ্টা ধরে যানজটে আটকে ছিল। একজন ব্যক্তি দাবি করেছেন, যে ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগছে। যানবাহনের সংখ্যা যেন কমছেই না।মধ্যপ্রদেশ পুলিশ বিবৃতিতে জানিয়েছে, যে দুই রাজ্যের সীমান্তে ভিড় ঠেকাতে তারা বিভিন্ন স্থানে যানবাহন থামাচ্ছে। রেওয়া জেলা প্রশাসন জানিয়েছে যে এখনও প্রয়াগরাজে যাওয়া মানুষের সংখ্যা কমছে না। রেওয়া-প্রয়াগরাজ সড়কে ক্রমাগত যানবাহন বেড়েই চলেছে। পরিস্থিতি এমন যে মহাসড়কে প্রচণ্ড ভিড়ের কারণে যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে।