বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা–সহ দেশের ৩৫ জেলা, পরীক্ষা বাড়াতে নির্দেশ কেন্দ্রের

করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা–সহ দেশের ৩৫ জেলা, পরীক্ষা বাড়াতে নির্দেশ কেন্দ্রের

করোনায় মৃত এক রোগীর শোকার্ত পরিবার। নিউ দিল্লীতে। সোমবার। ছবি সৌজন্য : রয়টার্স  (REUTERS)

ওই ৩৫টি জেলার মধ্যে ৪টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। তা হল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। রয়েছে দিল্লির ১১টি জেলা।

৫ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৫টি জেলায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে করোনা সংক্রমণ। নতুন করোনা রোগী এবং মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বাড়ছে ওই এলাকাগুলিতে। সে সব এলাকায় কন্টেনমেন্ট জোনে আরও কড়াকড়ি এবং করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে এবার নির্দেশ দিল কেন্দ্র। একইসঙ্গে করোনা আক্রান্তের হার ৫ শতাংশের নীচে নিয়ে আসার কথাও বলা হয়েছে।

ওই ৩৫টি জেলার মধ্যে ৪টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। তা হল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। রয়েছে দিল্লির ১১টি জেলা। পুণে, নাগপুর, থানে, মুম্বই, নাসিক–সহ কেন্দ্রের নজরে র‌য়েছে মহারাষ্ট্রের মোট ১৭টি জেলা। গুজরাটের সুরাট, পুদুচেরির পন্ডিচেরি এবং ঝাড়খণ্ডের পশ্চিম সিঙ্ঘভূমও রয়েছে নজরদারির আওতায়।

শনিবার ওই পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রীয়শাসিত অঞ্চলের স্বাস্থ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওই ৩৫টি জেলায় আরও সক্রিয় করোনা নিয়ন্ত্রণে জোর দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্যসচিবদের। বেশি করে নজর দিতে বলা হয়েছে প্রবীণ করোনা রোগী এবং যাঁদের কোমর্বিডিটির সম্ভাবনা রয়েছে তাঁদের ওপর। ভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রবিবার স্বাস্থ্যমন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়, টেস্ট অনেক বেশি পরিমাণে করতে হবে এবং প্রয়োজন পড়লে আরটি–পিসিআর পরীক্ষা করাতে হবে।

একইসঙ্গে যে সব রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছে তাঁদের প্রতিনিয়ত খোঁজ নেওয়ার কথা বলেছে কেন্দ্র। শারীরিক অবস্থার অবনতি হলে যাতে তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা যায় সেটিও নিশ্চিত করতে হবে। প্রবীণ করোনা রোগীরা যাতে দ্রুত হাসপাতালে ভর্তি হতে পারে তাও দেখতে বলে হয়েছে। স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ থেকে বাঁচাতে হাসপাতালে কার্যকর সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে।

ঘরে বাইরে খবর

Latest News

টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.