বাংলা নিউজ > ঘরে বাইরে > নির্মাণস্থলে ভূমিধস, কেরলের কোচিতে মর্মান্তিক মৃত্যু বাংলার চার পরিযায়ী শ্রমিকের

নির্মাণস্থলে ভূমিধস, কেরলের কোচিতে মর্মান্তিক মৃত্যু বাংলার চার পরিযায়ী শ্রমিকের

কেরলের কোচিতে মর্মান্তিক মৃত্যু বাংলার চার পরিযায়ী শ্রমিকের (ছবি এএনআই)

মৃতদের নাম, ফিজুল মন্ডল, নওজেশ আলি, নূর আমিন মন্ডল ও কুদ্দুস মণ্ডল।

শুক্রবার কোচির কালামাসেরিতে একটি নির্মাণস্থলে ভূমিধসের পর পশ্চিমবঙ্গ থেকে আসা চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আহত আরও দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতরাত পর্যন্ত এক পরিযায়ী শ্রমিক নিখোঁজ ছিল। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের নাম, ফিজুল মন্ডল, নওজেশ আলি, নূর আমিন মন্ডল ও কুদ্দুস মণ্ডল।

জেলা কালেক্টর জাফর মালিক সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। কালামাসেরি মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন আরও দুই জন। আমাদের প্রাথমিক মূল্যায়ন অনুসারে, ধ্বংসাবশেষ থেকে আরও একজনকে এখনও উদ্ধার করা যায়নি।’ কোচি সিটি পুলিশ কমিশনার সি এইচ নাগারাজু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে স্নিফার কুকুর আনা হয়েছে। তিনি বলেন যে সাইটে সমস্ত শ্রমিক পশ্চিমবঙ্গের এবং তাদের পরিচয় পরীক্ষা করা হচ্ছে।

জানা গিয়েছে, বিকেলে শিল্পাঞ্চলের ভেতরে খননকাজের সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের একাংশের অভিযোগ, স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ কাজ চলছিল সেখানে। যদিও জেলা কালেক্টর মালিক বলেন যে এলাকাটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (SEZ) অধীনে পড়ে এবং সমস্ত অনুমতি একক-উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়েছিল।

এদিকে জেলা প্রশাসন এর্নাকুলামের অতিরিক্ত জেলা শাসকের তত্ত্বাবধানে তদন্তের ঘোষণা করেছে। কালেক্টর জাফর মালিক বলেন, নিহতদের মরদেহ তাদের নিজ রাজ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

 

বন্ধ করুন