আমেরিকার টেক্সাসে ভয়াবহ দুর্ঘটনা। একাধিক গাড়ির মধ্য়ে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনার জেরে অন্তত চারজন ভারতীয়র মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের লোকজন আপাতত মার্কিন কর্তৃপক্ষ সেই খবরটা নিশ্চিত করে কি না সেটা দেখার চেষ্টা করছে তারা। দেহগুলিকে শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে।
গত ৩০ অগস্ট এই দুর্ঘটনা হয়। সেদিন অন্তত পাঁচটি গাড়ির মধ্য়ে ধাক্কা হয়। চারজন ভারতীয় আরকানসাসের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই পাঁচটি গাড়ির মধ্য়ে ধাক্কা হয়।
বেপরোয়া গতিতে আসছিল একটি ট্রাক। সেটা গিয়ে এসইউভিটিকে একেবারে পিষে দেয়। যে চারজন মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে তাঁরা হলেন, আরিয়ান রঘুনাথন ওরামপতি, তার বন্ধু ফারুক শেখ, লোকেশ পালাচারলা( অন্ধ্রপ্রদেশের বাসিন্দা) দর্শিনী বাসুদেবন তামিলনাড়ুর বাসিন্দা।
অপর তিনজন গুরুতর জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুকের বাবা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, এমএস কোর্স করার জন্য গত তিন বছর ধরে আমার ছেলে আমেরিকায় থাকত। সবে এমএস শেষ হয়েছিল। আমার মেয়েও আমেরিকায় থাকেন। সে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছে।
এদিকে আরিয়ানের বাবা মা কিছুদিন আগেই ডালাসের ছেলের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত ছিলেন। আরিয়ানের বাবা মা চাইছিলেন ছেলে যেন দেশে ফিরে আসে। কিন্তু আরিয়ান ফিরতে চাইছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই রাস্তায় গাড়ির গতি কমই ছিল। কিন্তু আচমকাই ট্রাকটি বেপরোয়াভাবে আসছিল। আর ট্রাকের গতি এতটাই বেশি ছিল যে অন্যান্য গাড়িগুলি ট্রাকের নীচে আটকে যায়। এরপর আগুন জ্বলে যায়।