এক মুহূর্তের মধ্যে সমস্ত আনন্দ পরিণত হল বিষাদে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ৪ জনের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে।আত্মীয়ের সঙ্গে দেখা করে সপরিবারে গাড়িতে ফিরছিলেন তাঁরা। কিন্তু ডালাসে একটি ট্রাক পিষে দেয় তাঁদের। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তেজস্বিনী, শ্রীভেঙ্কট ও তাঁদের দুই সন্তানের।
জানা গেছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছেন হায়দরাবাদের একই পরিবারের ৪ সদস্য।এরমধ্যেই আটলান্টায় আত্মীয়ের সঙ্গে দেখা করতে আটলান্টায় গিয়েছিলেন শ্রীভেঙ্কট।সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্ত্রী এবং দুই সন্তানকেও। আত্মীয়ের সঙ্গে দেখা করার পর গাড়িতে করে তাঁরা ছিলেন।কিন্তু মাঝ পথে ঘটে বড় দুর্ঘটনা। হঠাৎ করে একটি ট্রাক এসে ধাক্কা মারে তাঁদের গাড়িতে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আগুন লেগে যাওয়ার কারণেই ওই ৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে তাঁদের দেহ হায়দরাবাদে ফিরিয়ে আনার তোড়জোড় চলছে। সেখানেই তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন-পুতিন বরখাস্ত করতেই রহস্যমৃত্যু রুশ মন্ত্রী রোমান স্টারোভয়েটের! কে তিনি?
অন্যদিকে, নিউ ইয়র্কে পৃথক পথ দুর্ঘটনায় ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির দুই ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কনস্যুলেট। ঘটনাটি ঘটে ইস্ট কোকালিকো টাউনশিপে। ল্যাঙ্কাস্টার কাউন্টি কোরোনারের অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময়ে গাড়ি চালাচ্ছিলেন সৌরভ প্রভাকর (২৩)। তাঁর পাশেই বসেছিলেন মানব প্যাটেল (২০)।দুর্ঘটনায় দু’জনেই গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় সৌরভ ও মানবের।
আরও পড়ুন-পুতিন বরখাস্ত করতেই রহস্যমৃত্যু রুশ মন্ত্রী রোমান স্টারোভয়েটের! কে তিনি?
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সৌরভদের গাড়িটি আচমকাই একটি গাছে গিয়ে ধাক্কা মারে। তারপরে গিয়ে ধাক্কা মারে একটি সেতুর পিলারে। এই ঘটনার কথা জানিয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছে ভারতীয় কনস্যুলেট। পোস্টে লেখা হয়েছে, ‘পথ দুর্ঘটনায় ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির দুই ভারতীয় ছাত্র, মানব প্যাটেল ও সৌরভ প্রভাকরের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।’