বাংলা নিউজ > ঘরে বাইরে > Pulwama attack: পুলওয়ামা হামলায় জড়িত ৪ জঙ্গি এখনও মুক্ত, তারা কি পাকিস্তানে?

Pulwama attack: পুলওয়ামা হামলায় জড়িত ৪ জঙ্গি এখনও মুক্ত, তারা কি পাকিস্তানে?

মঙ্গলবার শ্রীনগরে শহিদের শ্রদ্ধা জানাচ্ছেন এডিজিপি বিজয় কুমার (ANI Photo) (Imran Nissar)

এই হামলায় জড়িত ১৯ সন্ত্রাসবাদীর মধ্যে, আটজন নিহত হয়েছেন, সাতজন গ্রেফতার হয়েছেন এবং একজন স্থানীয় সন্ত্রাসবাদী-সহ চার জন সন্ত্রাসবাদী এখনও জীবিত রয়েছে।

পুলওয়ামা হামলার চতুর্থবর্ষ পূর্তিতে গুরুত্বপূর্ণ তথ্য জম্মু-কাশ্মীর পুলিশ। নিহত সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, এই হামলায় জড়িত ১৯ সন্ত্রাসবাদীর মধ্যে, আটজন নিহত হয়েছেন, সাতজন গ্রেফতার হয়েছেন এবং একজন স্থানীয় সন্ত্রাসবাদী-সহ চার জন সন্ত্রাসবাদী এখনও জীবিত রয়েছে।

অনুষ্ঠানে তিনি বলেন, 'যে চারজন জঙ্গি এখনও জীবিত আছে তাদের মধ্যে তিনজন পাকিস্তানি। যাদের নাম আজাহার মাসুদ, ফারুক মাসুদ এবং আলভি। এছাড়া একজন পুলওয়ামার বাসিন্দা যিনি এখনও জীবিত এবং পাকিস্তানে আছে।

বিজয় কুমার বলেন, ' পুলওয়ামায় পর জইশের কোনও কমান্ডার জীবিত নেই। তাদের কোমর ভেঙে দিতে আমরা সক্ষম হয়েছি। এখন সাত থেকে আটজন স্থানীয় সন্ত্রাসবাদী এবং জইশের পাঁচ থেকে ছজন বিদেশি সন্ত্রাসবাদী দক্ষিণ কাশ্মীরে সক্রিয় রয়েছে তাদের মধ্যে মুসা সুলেইমানি কুলগ্রাম জেলায় সক্রিয়। তাকে খুঁজে বেড়াচ্ছে বাহিনী। আশা করছি আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব।'

এডিজিপি বলেন, 'গত কয়েক মাস ধরে জইশ স্থানীয় নিয়োগ বাড়াতে শুরু করেছে। সম্প্রতি আমরা কুলগ্রামে তল্লাশি চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছি। আমরা কিছুতেই জইশকে শক্তি অর্জন করতে দেব না।' এ প্রসঙ্গে তিনি আরও বলেন,'এখন জঙ্গিরা গ্রেনেড, স্টিকি বোমা এবং পিস্তল সংগ্রহের দিকে নজর দিয়েছে। আমরা নজর দিয়েছি, নারকো (মাদক) সন্ত্রাসবাদী, ছোট মডিউলগুলিকে এবং জঙ্গিরা যে ভাবে অর্থসংগ্রহ করে তার দিকে। এর মধ্যেই শ্রীনগর পুলিশ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছে, এছাড়া বারামুলা থেকে ২৬ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।'

অস্ত্র আসছে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত দিয়ে

অনুষ্ঠানে বিজয় কুমার বলেন, 'অস্ত্র আসছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা দিয়ে। অস্ত্র পাঠানোর জন্য যদি ড্রোনকে ব্যবহার করা হয়, তবে আমারও আমাদের নেটওয়ার্ককে শক্তিশালী করছি।' তিনি আরও বলেন,'কাশ্মীরে ৩৭জন স্থানীয় সন্ত্রাসবাদী সক্রিয় রয়েছে। এদের মধ্যে দু'জন পুরনো ও বাকির দুই, তিন বা ছয় মাস ধরে সক্রিয়। '

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরপিএ ইন্সপেক্টর (অপারেশন) এমএস ভাটিয়া। তিনি বলেন, 'পুলওয়ামা হামলার পর পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। হামলা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থাও আরও উন্নত করা হয়েছে। আমরা নিশ্চিত পুলওয়ামার মতো ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।'

বন্ধ করুন