ক্ষেপণাস্ত্র হামলার পর এবার পাকিস্তানের নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাল ইরানের নিরাপত্তা বাহিনী। বালুচিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাক নাগরিকদের একটি গাড়ি লক্ষ্য করে ইরানের বাহিনী গুলি চালায়। ঘটনায় ৪ জন পাক নাগরিক নিহত এবং দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের সীমান্তবর্তী মাশকিল বাচা রাই এলাকায়। এমন ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: 'আমরা বুঝি', পাকিস্তানে হামলা নিয়ে ঘুরিয়ে ইরানকে সমর্থন ভারতের, খুঁচিয়ে দিল ‘ঘা’
জানা যাচ্ছে, ইরানের বাহিনী ওই সীমান্তবর্তী এলাকাতেই মঙ্গলবার রাতে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।যদিও কেন এদিন পাক নাগরিকদের লক্ষ্য করে ইরানের বাহিনী গুলি চালাল? সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইরানের তরফেও এনিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনার পরে পাক ইরান সীমান্তে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। বালুচিস্তানের অতিরিক্ত ডেপুটি কমিশনার ওমর জামালি নিশ্চিত করেছেন, ওয়াশুক জেলায় পাকিস্তানি সীমান্তে গুলি চালানোর ঘটনা ঘটেছে। কী কারণে গুলি চালানো হল? তা জানতে তদন্ত শুরু করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ৩ দিনের পাকিস্তান সফরে গিয়েছিলেন ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হয়েছিল। আর তারপরে এমন ঘটনায় ফের দু দেশের সম্পর্কে অবনতি ঘটাতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল।
প্রসঙ্গত, পাকিস্তানের উপরে ইরানের হামলা এই প্রথম নয়। এর আগে পাকিস্তানের উপর ইরানের হামলার ঘটনা ঘটেছে গত জানুয়ারিতে। সেবার পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই ঘটনার পরে তোলপাড় হয়ে উঠেছিল আন্তর্জাতিক মহল। তারপরে পাকিস্তান ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে সরিয়ে নিয়েছিল।
সেই হামলায় দুই শিশুর মৃত্যু হয় বলে দাবি করেছিল পাকিস্তান। পালটা পাকিস্তান ইরানকে হুঁশিয়ারি দেয় এই ধরনের হামলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এমনকী পরবর্তীকালে এর ফল ভুগতে হবে বলেও হুমকি দিয়েছিল পাকিস্তান।
যদিও ইরানের দাবি ছিল, পাকিস্তান-ইরান সীমান্তের ওই জায়গায় জঙ্গিদের দু’টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। জঙ্গি সংগঠন জইশ-অল-অদলের ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছিল ইরান। আর এবার ফের পাক নাগরিকদের ওপর হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।