বাংলা নিউজ > ঘরে বাইরে > মাঠে কাজ করার সময় বজ্রপাত, পরপর দু'দিনে পুরুলিয়ায় বাজ পড়ে মৃত মহিলা সহ ৪

মাঠে কাজ করার সময় বজ্রপাত, পরপর দু'দিনে পুরুলিয়ায় বাজ পড়ে মৃত মহিলা সহ ৪

মাঠে কাজ করার সময় বজ্রপাত, পরপর দু'দিনে পুরুলিয়ায় বাজ পড়ে মৃত মহিলা সহ ৪ (REUTERS)

পরপর দু'দিনে পুরুলিয়ায় বাজ পড়ে মৃত্যু হল চারজনের। ঘটনাগুলি ঘটেছে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার কুশলডি গ্রামে এবং মফঃস্বল থানার ধুরাহি ও দুমদুমি গ্রামে। এছাড়াও গুরুতর জখম হয়েছেন আরও দুজন।

পরপর দু'দিনে পুরুলিয়ায় বাজ পড়ে মৃত্যু হল চারজনের। ঘটনাগুলি ঘটেছে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার কুশলডি গ্রামে এবং মফঃস্বল থানার ধুরাহি ও দুমদুমি গ্রামে। এছাড়াও গুরুতর জখম হয়েছেন আরও দুজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম হল ছবি বাজোয়ার, রুকসানা খাতুন, ভাগ্যবতী মাহাতো এবং নীলমোহন মাহাতো। মৃতদের বয়স ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে। এর মধ্যে প্রথম তিনজন মহিলা মাঠে কাজ করছিলেন সেই সময়। বজ্রঘাতে তাঁদের মৃত্যু হয়। 

আরও পড়ুন: খুব সাবধান! বাজ পড়ে ১১জনের মৃত্যু, ভয়াবহ কাণ্ড মালদায়, ঘরে ঘরে কান্নার রোল!

জানা গিয়েছে, ভাগ্যবতী পুরুলিয়ার মফঃস্বল থানার ধুরাহি গ্রামের বাসিন্দা। তিনি মাঠে ধান রোপণ করার কাজ করছিলেন। সেইসময় আচমকা বৃষ্টি চলে আসে। আর সেই ঘন-ঘন বিদ্যুৎ চমকাতে থাকে। তখন বজ্রঘাতে তিনি ঝলসে যান। ঘটনায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বাকি দুই মহিলার বাড়ি দুমদুমি গ্রামে। তাঁরাও একইভাবে বাড়ি কিছুটা দূরে মাঠে ধান রোপণ করছিলেন। সেইসময় বৃষ্টির সঙ্গে বাজ পড়ে দু’জন জখম হন। ঘটনার পরেই তাঁদের দ্রুত উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁদের বাঁচাতে পারেননি। তার আগেই তাঁদের মৃত্যু হয়। এছাড়াও, ওই গ্রামের আরও দুই মহিলা বাজ পড়ে জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।

জানা গিয়েছে, শনিবার দুমদুমি গ্রামে অদূরে মাঠে কয়েকজন চাষের কাজ করছিলেন। সেইসময় আচমকা বৃষ্টি নামে। তার মধ্যে বাজ পড়লে তাঁরা ঝলসে যান। দুটি ঘটনায় তিনটি পৃথক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

এদিকে, এর আগের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার কুশলডি গ্রামেও বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির । তাঁর নাম নীলমোহন মাহাতো। জানা যায়, তিনিও একইভাবে মাঠে কাজ করছিলেন। তখন বজ্রাঘাতে তার মৃত্যু হয়। তিনি বাঘমুণ্ডির বাসিন্দা। 

স্থানীয় সূত্রের খবর, তিনদিন আগেও এই গ্রামেই বাজ পড়ে এক মহিলা আহত হয়েছিলেন। এভাবে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। পুরুলিয়া ২ ব্লকের বিডিও বাপি ধর জানান,  মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরেই তিনি সমস্ত গ্রাম পঞ্চায়েতকে জনগণকে সচেতন করার কাজ করতে বলেছেন।

পরবর্তী খবর

Latest News

'প্রশাসনের গালে চটি'! 'অরাজনৈতিক' দেবলীনার স্লোগান নিয়ে প্রশ্ন তুললেন কুণাল এবার ফের বিদেশে অনুষ্ঠিত হতে পারে IPL নিলাম, কবে-কোথায়? মিলল গুরুত্বপূর্ণ আপডেট ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল আরও দুর্বল হবে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি হবে? পরদিন সতর্কতা জারি ৫ জেলায় 'মমতার বৈঠকে খুব সুন্দরভাবে হয়েছিল, আজ...’, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে? ‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.