মহাকুম্ভের পথে যেতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ল এক বাস। দিল্লি থেকে পূণ্যার্থীদের নিয়ে প্রয়াগরাজ যাচ্ছিল বাসটি। তবে উত্তর প্রদেশে আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটে। ইটাওয়ার বাকেওয়ারের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বাসটির ৪০ জন যাত্রীই আহত হয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, আহতদের মধ্যে অনেকেই মহিলা। দিল্লি থেকে প্রয়াগরাজগামী ওই বাসে দিল্লি ও ফরিদাবাদের বহু পূণ্যার্থী ছিলেন বলে খবর। আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা ছিলেন বলেও জানা গিয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়া বাসের চালককে পুলিশ অনেক কষ্টে মুক্ত করতে হয়েছে। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের দ্রুত চিকিৎসার জন্য মাহওয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন এসএইচও বাকেওয়ার ভূপেন্দ্র সিং রাঠি। আহতদের মধ্যে ১৭ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তি রয়েছেন অনেকেই।
( Gajakeshari Yog Lucky Rashi: রাত পোহালেই গজকেশরী যোগ! চন্দ্র ও গুরুর কৃপায় সুসময় আসছে কোন ৩ রাশির?)
সবচেয়ে গুরুতর আহতদের মধ্যে বাস চালক, বুলন্দশহরের বিনোদ উপাধ্যায় রয়েছেন। তাঁর বয়স ৪০। তাঁর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে রেফার করা হয়। হাইড্রোলিক ক্রেনের সাহায্যে বাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, এর আগে, মঙ্গলবার গভীর রাতে কুম্ভে যেতে গিয়ে আরও এক দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় ঝাড়খণ্ড থেকে গিয়েছিল গাড়িটি। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তর প্রদেশের চন্দৌলিতে সেই দুর্ঘটনা ঘটে। দেওঘরের মধুপুরের বাসিন্দা ছিলেন ওই সকল আহতরা। ঘটনায় একই পরিবারের একাধিকজনের মৃত্যু হয়েছে। এর আগে, রবিবার আরও এক দুর্ঘটনা ঘটে যায়। রবিবার গুজরাটের ডাং জেলায় মহাকুম্ভ মেলা থেকে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত সাতজন নিহত ও ১৫ জন আহত হন। ঘটনা রবিবার ভোর ৫.৩০ নাগাদ হয়।