চলতি বছরের জানুয়ারিতে শিকাগোর শহরতলিতে তিনটি ভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গুলি চালিয়ে ৮ জনকে খুন করেছিল এক বন্দুকবাজ। এবছর মার্কিন মুলুকে বন্দুকবাজের তাণ্ডবের অন্যতম প্রথম বড় ঘটনা ছিল সেটি। তবে সেই শুরু বা শেষ নয়। গুলির আওয়াজ আমেরিকার কাছে যেন গা সাওয়া হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসেই সেই দেশের তিনশতাধিক বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। আর আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী তথা সেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওপরই হামলা হল ভরা জনসভায়। সেই ঘটনায় একজন দর্শকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বন্দুকবাজকেও খতম করা হয়েছে। তবে এই ঘটনা যেন মার্কিন 'গান কালচারের' একটি উদাহরণ মাত্র। (দেখুন ভিডিয়ো: ট্রাম্পকে খুনের চেষ্টা ভরা জনসভায়, প্রাক্তন প্রেসিডেন্টের কান ঘেঁষে চলল গুলি)
রিপোর্ট অনুযায়ী, এবছর ৩০ জুন পর্যন্ত আমেরিকায় ৩০২টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। এই সব ঘটনা সব মিলিয়ে ৩৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২১৬ জন। এরপর এই জুলাই মাসেও ট্রাম্পের ওপরে হামলার ঘটনা সহ ৩৪টি 'মাস শুটিংয়ের' ঘটনা ঘটেছে আমেরিকায়। এই সব ঘটনায় প্রায় হারিয়েছেন মোট ৩২ জন। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল কেন্টাকির ফ্লোরেন্সে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫ জন। এদিকে গত ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার আলামেডায় এক বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল ৪ জনের। এই আবহে ১৩ জুলাই পর্যন্ত এই বছর আমেরিকায় মাস শুটিংয়ে অফিশিয়ালি মৃত ৪২২ জন। আর এখনও পর্যন্ত মাস শুটিংয়ের ঘটনা ঘটেছে ৩৩৬টি।
প্রসঙ্গত, আমেরিকায় প্রায় নিয়মিত বন্দুকবাজের হামলার ঘটনা সামনে আসে। প্রতিবছরই এই ধরনের ঘটনায় কয়েকশো মানুষের মৃত্যু হয় মার্কিন মুলুকে। এর আগে গতবছর ২৫ অক্টোবর আমেরিকার মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল ১৮ জনের। এদিকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মিসিসিপ্পিতে এই ধরনেরই গুলি চালানোর এক ঘটনায় মৃত্যু হয়েছিল ৬ জনের। এর আগে ২০২৩ সালেরই জানুয়ারি মাসে একই দিনে তিনটি পৃথক ঘটনায় তিনটি শহরে ৮ জন নিহত হয়েছিলেন আমেরিকায়। সেদিনের ঘটনায়, ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে একটি হামলায় নিহত হয়েছিলেন ৪ জন। দেস মইন শহরের এক শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল ২ শিশুর। এদিকে সেদিনই শিকাগোতে এক ডাকাতির ঘটনায় দু'জন মারা গিয়েছিলেন। আর এই ঘটনার কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়তেই চিনা নববর্ পালনের সময় বন্দুকবাজের হামলা চলেছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১০ জন।