সর্বত্র নয়, তবে পরীক্ষামূলকভাবে জম্মু ও কাশ্মীরের দুটি জেলায় ফোর-জি পরিষেবার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কেন্দ্র। মঙ্গলবার সুপ্রিম কোর্টে একথাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল।
তিনি জানান, স্বাধীনতা দিবসের পরদিন অর্থাৎ আগামী ১৬ অগস্ট থেকে জম্মুর একটি জেলা এবং কাশ্মীরের একটি জেলায় ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে দু'মাসের জন্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ওই জেলা দুটিতে সন্ত্রাসমূলক কাজকর্মের মাত্রা কম। প্রতি সপ্তাহে পরিস্থিতির পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
রাজ্যের সর্বত্র কেন ফোর-জি পরিষেবা চালু করা হচ্ছে না, সেই ব্যাখ্যাও দিয়েছে কেন্দ্র। অ্যাটর্নি জেনারেল বলেন, 'জম্মু ও কাশ্মীরের (সর্বত্র) নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য সার্বিক পরিস্থিতি এখনও সহায়ক নয়।'