বাংলা নিউজ > ঘরে বাইরে > ছাত্রীকে জোর করে চুমু, কড়া হল পুলিশ, ট্রান্সফার সার্টিফিকেটে কী লিখল কলেজ?

ছাত্রীকে জোর করে চুমু, কড়া হল পুলিশ, ট্রান্সফার সার্টিফিকেটে কী লিখল কলেজ?

ওড়িশার কলেজ পড়ুয়াদের বিরুদ্ধে বড় অভিযোগ। প্রতীকী ছবি

এসপি বিবেক শ্রাবনা জানিয়েছেন, পড়ুয়াদের মধ্যে আমরা কড়া বার্তা দিতে চাই। ৫জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। তার মধ্যে ২জন নাবালকও রয়েছে। সম্ভবত এবারই প্রথম কলেজ পড়ুয়াদের বিরুদ্ধে ওড়িশায় পকসো আইন লাগু হল।

দেবব্রত মোহান্তি

নাবালিকা ছাত্রীকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ। ওড়িশার নামকরা কলেজের পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। এই Ragging এর ঘটনায় ১২জন ছাত্রছাত্রীকে কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে। তার মধ্যে ৫জন ছাত্রীও রয়েছেন। ওড়িশার বেরহামপুর শহরের ঘটনা।

বেরহামপুর শহরের বিনায়ক আচার্য কলেজের প্রিন্সিপাল প্রমীলা খাড়াঙ্গা জানিয়েছেন, ১২জন পড়ুয়াকে কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে। ট্রান্সফার সার্টিফিকেটে ব্যাড লিখে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তারা Ragging করেছে বলেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হায়ার সেকেন্ডারির ওই ছাত্রীর ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এরপরই তদন্ত শুরু হয়। সেখানে ১২জন ছাত্রছাত্রীকে চিহ্নিত করা হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে অভিযুক্ত জোর করে তার মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর আই লাভ ইউ বলতে বাধ্য করে। এরপর সিনিয়র এক ছাত্রকে চুমু খেতে বাধ্য করা হয়। কয়েকজন ছাত্রী তার ভিডিয়ো করে।

অভিযুক্ত এক ছাত্র তার হাতে চুমু খায় বলে দেখা গিয়েছে। এসপি বিবেক শ্রাবনা জানিয়েছেন, পড়ুয়াদের মধ্যে আমরা কড়া বার্তা দিতে চাই। ৫জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। তার মধ্যে ২জন নাবালকও রয়েছে। সম্ভবত এবারই প্রথম কলেজ পড়ুয়াদের বিরুদ্ধে ওড়িশায় পকসো আইন লাগু হল।

 

 

বন্ধ করুন