বাংলা নিউজ > ঘরে বাইরে > আমেরিকার গে ক্লাবে বন্দুকবাজের হামলা, মৃত ৫, আহত ১৮

আমেরিকার গে ক্লাবে বন্দুকবাজের হামলা, মৃত ৫, আহত ১৮

মার্কিন গে ক্লাবে গুলিবর্ষণ REUTERS/Kevin Mohatt (REUTERS)

গোটা ঘটনায় শোরগোল পড়েছে। এই ঘটনার পেছনে কাদের হাত রয়েছে সেটা দেখছেন তদন্তকারীরা। জখমদের চিকিৎসার জন্য় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে তা দেখা হচ্ছে।

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবার গে ক্লাবে গুলিবর্ষণ মাঝরাতে।কলোরাডোতে স্প্রিংয়ে গে নাইটক্লাবে(Club Q gay nightclub) গুলিবর্ষণ। পাঁচজনের মৃত্যু। ১৮জন আহত। সন্দেহজনক এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তার শরীরেও আঘাত রয়েছে।মাঝরাতে পুলিশের কাছে ফোন এসেছিল। তারপরই পদক্ষেপ নেয় পুলিশ।

গুগল লিস্টিং অনুসারে দেখা যাচ্ছে ওই Club-Qতে মোটামুটি গে ও লেসবিয়ানদের ক্লাব বলেই পরিচিত। এদিকে সেখানেই গুলি চালানোর ঘটনা হয়েছে। ফেসবুক পেজে বলা হয়েছে, আমাদের কমিউনিটির উপর ভয়াবহ আঘাত এসেছে। তবে আমাদের গ্রাহকদের সাহসিকতাকে ধন্য়বাদ জানাচ্ছি। তারাই ওই বন্দুকবাজকে ধরে ফেলেছে। এরপরই এই ঘৃন্য় আক্রমণের সমাপ্তি।

এদিকে গোটা ঘটনায় শোরগোল পড়েছে। এই ঘটনার পেছনে কাদের হাত রয়েছে সেটা দেখছেন তদন্তকারীরা। জখমদের চিকিৎসার জন্য় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে তা দেখা হচ্ছে।

 

বন্ধ করুন
Live Score