শ্রীলঙ্কার সেনার গুলিতে আহত ভারতের ৫ মৎস্যজীবী। তাঁদের মধ্যে ২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দিল্লি। ভারতের বিদেশমন্ত্রক ঘটনার কথা জানার পরই দিল্লিতে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে। ভারতের সাফ দাবি, ‘ফোর্সকে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।’
ভারতের বিদেশমন্ত্রকদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,' আজ ভোরে ডেলফ্ট দ্বীপের কাছে ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করার সময় শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলি চালানোর একটি ঘটনা জানা গিয়েছে'। ভারতের বিদেশমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ১৩ জনের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। মৎস্যজীবীরা সকলেই একটি মাছ ধরার নৌকায় ছিলেন। জানানো হয়েছে, ‘তাঁরা আপাতত জাফনা টিচিং হাসপাতালে চিকিৎসাধীন।’ ওই একই মাছ ধরার নৌকায় আরও ৩ জন মৎস্যজীবীও আহত বলে জানানো হয়েছে। তাঁদের আঘাত গুরুতর নয়। তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে,' নয়াদিল্লিতে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আজ সকালে বিদেশমন্ত্রকের তরফে ডেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।' এদিকে জানা গিয়েছে, শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত ভারতীয় হাইকমিশন, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রকের কাছে বিষয়টি নিয়ে সরব হয়েছে। জয়শঙ্করের মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ ভারত সরকার সর্বদা জীবিকার উদ্বেগের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সাথে সম্পর্কিত সমস্যাগুলিকে মানবিক এবং মানবিক পদ্ধতিতে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।’ ভারতের সাফ কথা,'সেনার ব্যবহার কোনও মতেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে দুই সরকারের মধ্যে বিদ্যমান সমঝোতা কঠোরভাবে পালন করতে হবে।' এদিকে, শ্রীলঙ্কার সেনা জানিয়েছে,'ভারতীয় মৎস্যজীবীরা, একটি সংগঠিত গোষ্ঠী হিসাবে, নৌসেনাবাহিনীর কর্মীদের আক্রমণ করার চেষ্টা করেছে এবং নৌ কর্মীদের জীবনকে বিপন্ন করে একজন নৌ অফিসারের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে।'
এদিকে, সদ্য সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের গদিতে বসেছেন অনুরা কুমারা দিশানায়েকে। তারপর তিনি কিছুদিন আগেই এসেছিলেন তাংর ভারত সফরে। তাঁর প্রথম বিদেশ সফর হিসাবে তিনি ভারতকে বেছে নিয়েছিলেন। সেদিন তিনি দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন,'২ বছর আগে আমরা অভূতপূর্ব আর্থিক সংকট দেখেছি। সেই বদ্ধ পরিস্থিতি থেকে উঠে আসতে ভারত আমাদের ভীষণভাবে সাহায্য করেছে।' একইসঙ্গে তিনি বলেছিলেন,'আমি ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছি যে, ভারতের স্বার্থ বিরোধী কোনও কাজে আমরা আমাদের জমি ব্যবহার হতে দেব না।' সেই ঘটনার পর সদ্য ভারতীয় মৎস্যজীবীদের ওপর এই গুলি চালনার ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্ক কোন খাতে বয়ে যায়, সেদিতে তাকিয়ে কূটনৈতিক মহল।