মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল কেরলে। মৃত্যু হল ৫ জন ডাক্তারি পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কেরলের আলাপ্পুঝায়। পড়ুয়ারা একটি গাড়িতে করে যাওয়ার সময় কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি) একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। তাতে মৃত্যু হয় ৫ ছাত্রের। পুলিশ জানায়, কালারকোডের কাছে রাত ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দুর্ঘটনার পর চিকিৎসা চলছিল হাসপাতালে, প্রয়াত বিরসা মুন্ডার নাতি মঙ্গল মুন্ডা
জানা গিয়েছে, ধাক্কার অভিঘাতে পুরো গাড়িটি দুমড়ে মুছড়ে গিয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। শেষ পর্যন্ত গাড়ির ভিতরে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধার করার জন্য সেটি ভেঙে ফেলা হয়। পুলিশ জানিয়েছে, নিহতরা সকলে একটি সরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএসের পড়ুয়া ছিলেন। মোট ৭ জন গাড়িতে ছিলেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় সজোরে ব্রেক কষার ফলে বাসের যাত্রীরা সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মৃতদের পরিচয় জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতদের নাম হল আয়ুশ শাজি, শ্রীদীপ বটসান , বি. দেবানন্দন, মহম্মদ আবদুল জব্বার এবং মহম্মদ ইব্রাহিম ।এদের প্রত্যেকের বয়স ১৯ বছর।প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত ১০ টার দিকে পড়ুয়াদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুভায়ুর থেকে কায়মকুলাম যাওয়ার পথে একটি কেএসআরটিসি বাসকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আলাপ্পুঝা পুরসভার ভাইস-চেয়ারম্যান পিএসএম হুসেন। তিনি বলেন, গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা ওই বাসকে ধাক্কা মারে। হুসেন জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেখানে সিসিটিভি রয়েছে। বাসের চালক দাবি করেছেন, গাড়িটির গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। এর পাশাপাশি প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম ছিল। সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, বন্দনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ সকালে নিহত পাঁচ পড়ুয়ার দেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার আগে মেডিক্যাল কলেজে সকলের শেষ বিদায়ের জন্য দেহগুলি রাখা হবে।