বাংলা নিউজ > ঘরে বাইরে > Uttar Pradesh: মর্মান্তিক ঘটনা! উত্তরপ্রদেশে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

Uttar Pradesh: মর্মান্তিক ঘটনা! উত্তরপ্রদেশে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

আগুনে ভস্মীভূত গোটা বাড়ি। ছবি এএনআই।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ওই বাড়িতে আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চলে আসে গোটা বাড়ি। তখন ঘরের মধ্যে আটকে পড়েন পরিবারের ৫ সদস্য। এদিকে, স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

মর্মান্তিক ঘটনা! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৫ সদস্যের। ঘটনাটি উত্তরপ্রদেশের মাউ জেলার শাহপুর গ্রামের। বাড়িতে আগুন লাগার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলা, এক ব্যক্তি এবং ৩ জন নাবালক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ওই বাড়িতে আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চলে আসে গোটা বাড়ি। তখন ঘরের মধ্যে আটকে পড়েন পরিবারের ৫ সদস্য। এদিকে, স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘণ্টা খানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। পরিবারের ৫ সদস্যকে বাঁচানো সম্ভব হয়নি। জেলাশাসক অরুণ কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, পুলিশ ও দমকল, বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে দমকলের অনুমান, উনুন থেকে কোনওভাবে বাড়িতে আগুন লেগেছিল। যদিও আগুন লাগার প্রকৃত কারণে এখনও জানা যায়নি। জেলা শাসক জানিয়েছেন, প্রত্যেকের মাথাপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলা এবং তাঁর তিন বছরের মেয়ের। পণ দিতে না পারায় তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে পুড়িয়ে হত্যা করেছিল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল গত ১১ ডিসেম্বর। এই ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে ওই মহিলার পরিবার।

বন্ধ করুন