‘আগামী ২৫ বছরের মধ্যে উন্নত দেশে পরিণত হবে ভারত।’ আজ দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে এমনই প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লক্ষ্য পূরণের জন্য প্রধানমন্ত্রী এদিন পাঁচটি সংকল্পের কথা বলেন। তিনি অমৃতকালের জন্য নীল নকশা আঁকেন দেশবাসীর জন্য। মোদীর কথায়, বিকাশ, দাসত্ব থেকে মুক্তি, উত্তরাধিকার নিয়ে গর্ব, ঐক্যবদ্ধ থাকা, কর্তব্যে অবিচল থাকার উপর নজর দিতে হবে আগামী আড়াই দশকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমি মনে করি আগামী ২৫ বছরের জন্য আমাদের ৫টি ভিত্তির উপর নজর দিতে হবে। ২০৪৭ সালে আমাদের স্বাধীনতাপ্রেমীদের স্বপ্ন পূরণ করতে হবে। তখন এই পঞ্চ সংকল্প পূরণ করে আমাদের স্বাধীনতার ১০০ বছর পূরণ করতে হবে।’
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘আমাদের ৫টি বড় সংকল্প নিয়ে হাঁটতে হবে। এই সংকল্পগুলির মধ্যে একটি হবে উন্নত ভারত। দ্বিতীয়ত, দাসত্বের কোনও অংশ যেন দেশের কোনও কোণে না থাকে। এখন আমাদের ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে যাতে আমরা দাসত্বের চিন্তাভাবনা ভুলে এগোতে পারি। এই দাসত্বের চিন্তাভাবনা আমাদের শক্ত করে ধরে রেখেছে। দাসত্বের ক্ষুদ্রতম বিষয়গুলি থেকেও মুক্তি পেতে হবে আমাদের।’
আরও পড়ুন: লাল কেল্লায় মদীর ভাষণে নেহরুর উল্লেখ, দিলেন ‘মাথা নত’ করার বার্তা
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘দেশের তৃতীয় ব্রত হল আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করতে হবে। এটাই সেই উত্তরাধিকার, যা একসময় ভারতকে তার স্বর্ণযুগ দিয়েছিল। এটি সেই উত্তরাধিকার, যা সময়ের সঙ্গে নতুনকে গ্রহণ করে চলেছে। চতুর্থ ব্রত হবে দেশে ঐক্য বজায় রাখা। দেশের ১৩০ কোটি দেশবাসীর মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। পঞ্চম ব্রত হল নাগরিকদের কর্তব্য পালন করা। এমনকি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীও এর বাইরে নন।’