বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনা আক্রান্ত দুই স্কুলের পাঁচ পড়ুয়া, সংক্রমণ ছড়ানোর ভয়ে বন্ধ অফলাইন ক্লাস

করোনা আক্রান্ত দুই স্কুলের পাঁচ পড়ুয়া, সংক্রমণ ছড়ানোর ভয়ে বন্ধ অফলাইন ক্লাস

করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দুই স্কুলের পাঁচ পড়ুয়া। প্রতীকী ছবি (Photo: Sanchit Khanna/ Hindustan Times) (HT_PRINT)

গতবছর দিওয়ালির পরে স্কুলের দরজা খুললেও ওমিক্রন ত্রাসে ফের স্কুলের দরজা বন্ধ করা হয়। তবে বর্তমানে দেশের পরিস্থিতি স্বভাবিক হওয়ার পথে। এই আবহে খুলে দেওয়া হয়েছে স্কুলের দরজা।

করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলের দরজা। গতবছর দিওয়ালির পরে স্কুলের দরজা খুললেও ওমিক্রন ত্রাসে ফের স্কুলের দরজা বন্ধ করা হয়। তবে দেশে দুই বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে করোনা সংক্রমণের হার। এই অবস্থায় ফের স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। পড়ুয়ারা পৌঁছেছে স্কুলে। তবে এরই মাঝে ফের করোনা আতঙ্ক। দুই স্কুলে মোটট পাঁচ পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে গাজিয়াবাদে। এই আবহে আগামী তিনদিনের জন্য আপাতত স্কুল বন্ধ থাকবে গাজিয়াবাদে।

আধিকারিকরা জানিয়েছেন যে ইন্দিরাপুরমের একটি স্কুলে দু’জন পড়ুয়া সংক্রামিত হয় এবং বৈশালীর স্কুলের তিনজন করোনা আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। জেলা নজরদারি অফিসার ডঃ রাকেশ গুপ্ত এই বিষয়ে বলেন, ‘ইন্দিরাপুরমের স্কুলের একজন ছাত্র গ্রেটার নয়ডার এবং অন্যজন ইন্দিরাপুরমের বাসিন্দা। বৈশালীর স্কুলের তিন করোনা আক্রান্ত পড়ুয়া একই শ্রেণির কিন্তু আমাদের পোর্টালে তাদের বিশদ বিবরণ নেই। বিস্তারিত জানার জন্য আমাদের দলগুলো স্কুলের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে। আপাতত এই দুই স্কুলে অনলাইন মোডে পড়াশওনা চলবে। দুটি স্কুলেই অফলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, রাজ্য সরকার তৃতীয় ঢেউয়ের সময় কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরে স্কুল বন্ধের মেয়াদ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে কঠোর কোভিড প্রোটোকল অনুসরণ করে ৭ ফেব্রুয়ারি থেকে স্কুলগুলিকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস খোলার অনুমতি দেওয়া হয়েছিল।

 

বন্ধ করুন